রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই নতুন বিপত্তি! জল যন্ত্রণার পর এবার শহরে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সঙ্কট। মঙ্গলবার রাতে বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের একটি ভালভ বিকট শব্দে ফেটে যাওয়ায় উত্তর কলকাতার একাধিক ওয়ার্ডে পানীয় জল পরিষেবা ব্যাহত হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, এই ঘটনায় উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বাগমারির ১৩, ১৪, ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মঙ্গলবার গভীর রাতে ভালভটি ফেটে যাওয়ার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। তবে সকাল পর্যন্ত তা সম্পূর্ণ না হওয়ায় বুধবার সকাল থেকে মুচিবাজার, কাঁকুড়গাছি, এবং ফুলবাগানের মতো এলাকায় পানীয় জলের পরিষেবা প্রায় বন্ধ। এমনিতেই প্রবল বৃষ্টিতে শহর কার্যত বিপর্যস্ত। জমা জলে নাকাল হওয়ার পর পানীয় জলের এই সমস্যা সাধারণ মানুষের ভোগান্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বৃষ্টির কারণে মঙ্গলবার হাওড়া ও শিয়ালদহ স্টেশন ইয়ার্ডেও জল জমে গিয়েছিল, যা ট্রেন চলাচল ব্যাহত করে। একইসাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। রেলকর্মীদের অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, বৃষ্টির ক্ষত এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এর মধ্যেই বাগমারির ঘটনায় পানীয় জলের সমস্যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুরসভার কাছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।