‘চা-ওয়ালা’ বেশে মোদির AI ভিডিও ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল, কংগ্রেস নেত্রীর পোস্টের তীব্র প্রতিবাদ জানাল বিজেপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি করা একটি ভিডিওকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কংগ্রেস নেত্রী রাগিনী নায়ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ‘চা-ওয়ালার’ বেশে হেঁটে যেতে দেখা যাচ্ছে। এই ভিডিও নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে।

ভিডিওতে ঠিক কী আছে?
কংগ্রেস নেত্রী রাগিনী নায়কের শেয়ার করা ওই ভিডিওয় দেখা যায়:

মোদীর মতো দেখতে একজন ব্যক্তি নীল কোট ও কালো প্যান্ট পরে একটি লাল কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছেন।

তাঁর হাতে রয়েছে একটি চায়ের কেটলি।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়: “চা বলো, চা…”

বিজেপির তীব্র প্রতিক্রিয়া
ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিজেপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এটিকে প্রধানমন্ত্রীকে অপমান করার ‘নোংরা রাজনীতি’ বলে মন্তব্য করেন।

পুনাওয়ালা অভিযোগ করেন:

বারবার কটাক্ষ: “রেণুকা চৌধুরীর মন্তব্যের পর এবার রাগিনী নায়কের পোস্ট – বারবারই প্রধানমন্ত্রীকে তাঁর ‘চা-ওয়ালা’ অতীত নিয়ে কটাক্ষ করছে কংগ্রেস।”

অসহিষ্ণুতা: তাঁর মতে, একজন পরিশ্রমী, সাধারণ পরিবার থেকে উঠে আসা নেতা—এই বিষয়টিই কংগ্রেসের সহ্য হয় না।

অপমান: পুনাওয়ালা দাবি করেন, কংগ্রেস ইতিমধ্যেই ১৫০-এর বেশি বার প্রধানমন্ত্রীকে অপমান করেছে এবং আগে তাঁর মাকেও নিশানা করা হয়েছিল।

পুরনো বিতর্কের পুনরাবৃত্তি
রাজনৈতিক মহলের মতে, রাগিনী নায়কের সাম্প্রতিক পোস্ট কংগ্রেসের অতীত ভুল থেকে শিক্ষা না নেওয়ারই উদাহরণ। এর আগেও কংগ্রেস এআই প্রযুক্তি ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিল।

মৃত মায়ের কণ্ঠ: গত সেপ্টেম্বরে বিহার কংগ্রেসের শেয়ার করা একটি এআই ভিডিওতে মোদীর মৃত মায়ের কণ্ঠ নকল করে তাঁকে সমালোচনা করতে দেখানো হয়েছিল। সেই ভিডিও নিয়ে ব্যাপক বিতর্কের জেরে পাটনা হাইকোর্ট সেটি মুছে ফেলার নির্দেশ দিয়েছিল।

‘চা পে চর্চা’: ‘চা-ওয়ালা’ ব্যঙ্গটি প্রথম সামনে এসেছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে। তখন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার মন্তব্য করেছিলেন, মোদী “কখনও প্রধানমন্ত্রী হবেন না, বরং কংগ্রেসের মঞ্চে চা পরিবেশন করতে পারেন।” পরবর্তীকালে বিজেপি এই মন্তব্যকেই “চা পে চর্চা” প্রচারের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং মোদীর সাধারণ মানুষের জীবনের সঙ্গে সংযোগের গল্পকে জোরালো করে তোলে।

মোদী বহুবার বলেছেন, কংগ্রেসের ব্যঙ্গ-বিদ্রূপই তাঁকে তাঁর ‘চা-ওয়ালা’ পরিচয় তুলে ধরতে বাধ্য করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy