ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়লেন দিল্লির হাউজ কাসি থানার এএসআই রাকেশ কুমার। মঙ্গলবার ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্স টিমের সদস্যরা তাকে আটক করতে গেলে, তিনি নিজেকে বাঁচাতে টাকাগুলো বাতাসে উড়িয়ে দেন। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে রাকেশ কুমার এই ঘুষ দাবি করেছিলেন। ভুক্তভোগী ভিজিল্যান্স টিমের কাছে অভিযোগ জানালে তারা একটি ফাঁদ তৈরি করে। ভুক্তভোগীকে বিশেষ পাউডার মাখানো নোট দেওয়া হয়, যা দিয়ে তিনি নির্ধারিত সময়ে থানার বাইরে রাকেশকে টাকা দেন।
ঠিক দুপুর সাড়ে ১২টার দিকে ভিজিল্যান্স টিম ঘটনাস্থলে পৌঁছালে রাকেশ কুমার পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত টাকাগুলো বাতাসে ছুড়ে দেন। ব্যস্ত এলাকায় হঠাৎ উড়ে যাওয়া নোট কুড়োতে ভিড় জমে যায়।
শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৫ হাজার টাকা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় রাকেশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করছে এবং বাকি টাকা কারা নিয়েছে তা জানার চেষ্টা করছে। এই ঘটনা দিল্লির পুলিশ বিভাগে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।