আরজি কর মামলায় নয়া মোড়! সম্পূর্ণ নথি ছাড়াই শুরু কাস্টেডিয়াল বিচার, CBI-এর গাফিলতির অভিযোগ

আরজি কর কাণ্ডের শুনানিতে ফের একবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত ১৪ই জুলাই আলিপুর আদালতে মামলার চার্জ গঠনের দিনেই বিচারকের রোষানলে পড়েন সিবিআই আধিকারিকরা। জানা গেছে, মামলার সম্পূর্ণ সাক্ষ্যগ্রহণের নথি ছাড়াই আদালতে হাজির হওয়ায় বিচারক ক্ষোভ প্রকাশ করেন। গতকাল, ২২শে জুলাই, সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতেই সিবিআইয়ের এই গাফিলতি আবারও প্রকাশ্যে আসে, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন আদালত।

গতকাল আরজি কর মামলায় প্রথম সাক্ষ্য দেন দেবল ঘোষ। এরপরই আদালত সিবিআইকে মূল অভিযোগপত্র (FIR) দেখাতে নির্দেশ দেয়। কিন্তু বিস্ময়করভাবে, সিবিআই আদালতে জানায় যে, টালা থানায় দায়ের হওয়া সেই মূল অভিযোগপত্র তাদের কাছে নেই। এই ঘটনায় বিচারক রীতিমতো ক্ষুব্ধ হন এবং সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন, “কেন মিথ্যা বলছেন? রেকর্ড কেন আনা হলো না?”

সিবিআইয়ের এই চরম গাফিলতিকে ‘খামখেয়ালিপনা’ হিসেবে আখ্যায়িত করে বিচারক স্পষ্ট জানান, কাস্টোডিয়াল ট্রায়াল শুরু হয়ে গেছে এবং এই ধরনের উদাসীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরপর সিবিআই আদালতের কাছে সময় চেয়ে নেয়।


এই ঘটনাকে কেন্দ্র করে মামলার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, মূল অভিযোগপত্র ছাড়াই কীভাবে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে? সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাজে এই ধরনের গাফিলতি নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে। আদালত সাফ হুঁশিয়ারি দিয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সিবিআইয়ের মতো একটি কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে এমন অপেশাদারিত্ব অপ্রত্যাশিত। এই ঘটনা কেবল মামলার অগ্রগতিকেই ব্যাহত করছে না, বরং তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলছে। দেখার বিষয়, আগামী শুনানিতে সিবিআই সম্পূর্ণ নথি নিয়ে হাজির হতে পারে কিনা এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy