‘অন্যের বউকে ‘হট’ বলতে হবে না…’, নেটিজেনকে পাল্টা জবাব দিলেন শ্রীময়ী চট্টোরাজ

অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ সম্প্রতি এক নেটিজেনের কটাক্ষের কড়া জবাব দিয়ে শিরোনামে এসেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের আইনি এবং মার্চ মাসে সামাজিক বিয়ে হয়। কাঞ্চনের তৃতীয় বিয়ে এবং তাঁদের বয়সের ফারাক নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়শই নানা ধরনের কটাক্ষের শিকার হতে হয় তাঁদের। তবে এবার সেই কটাক্ষ নিয়ে সরাসরি মুখ খুললেন শ্রীময়ী।

সম্প্রতি শ্রীময়ী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কাঞ্চন মল্লিকের সঙ্গে সমুদ্র সৈকতে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেন। ছবিতে কাঞ্চন ও শ্রীময়ীকে সৈকত উপযোগী পোশাকে দেখা যায়। এই ছবির নিচে একজন নেটিজেন মন্তব্য করেন, “বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?”

এই মন্তব্য দেখে ক্ষুব্ধ হয়ে শ্রীময়ী পাল্টা জবাব দেন, “আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।”

শ্রীময়ীকে শেষ দেখা গিয়েছিল ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে, যা তিনি মেয়ে কৃষভি জন্মানোর পর শুরু করেছিলেন। তবে ব্যক্তিগত কারণে তিনি সেই মেগা ছেড়ে দেন। বর্তমানে শোনা যাচ্ছে, পুজোর সময় উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি ‘রক্তবীজ ২’-এ তাঁকে দেখা যাবে। এই ছবিতে কাঞ্চনও অভিনয় করছেন। এর আগে কাঞ্চন ‘রক্তবীজ’ ছবিতেও ছিলেন। এছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, তাঁর নতুন ছবিতে শ্রীময়ীকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy