ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে মাত্র আট সেশনেই ৩৮ উইকেটের পতন! এক ঐতিহাসিক ভরাডুবির সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট দল। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও হারের সম্মুখীন হতে হলো রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে। আর এই বিরাট হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার কেন্দ্রে চলে এসেছে ইডেনের ‘খুনে পিচ’।
টিম ইন্ডিয়ার চাহিদা মেনেই পিচ তৈরি হয়েছিল, এমনটাই দাবি করেছিলেন দলের মেন্টর গৌতম গম্ভীর। তবে সেই ‘অর্ডারি পিচ’ নিয়েই এবার চরম প্রশ্ন তুলে দিলেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (CAB) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘স্পোর্টস টুডে’-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক সোজাসাপটা জানিয়ে দিলেন, এই পিচ টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই উপযুক্ত ছিল না।
👉 “এমন পিচে টেস্ট খেলা উচিত নয়” – গম্ভীরদের দাবি ও কিউরেটরকে তীব্র আক্রমণ মহারাজের
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর জানিয়েছিলেন, দল যেমন পিচ চেয়েছিল, তেমনটাই দেওয়া হয়েছে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনের পিচ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তিনি বলেন, “আমি কখনই বলব না এটা দারুণ পিচ, বা অন্যতম সেরা পিচ। টেস্ট ক্রিকেট এমন পিচে খেলাই উচিত নয়।” পিচ নিয়ে গম্ভীরের ভূয়সী প্রশংসার পরও সৌরভের এমন মন্তব্য নিশ্চিতভাবেই নতুন বিতর্কের জন্ম দিল।
🧐 কেন হারল ভারত? কোচকে কী পরামর্শ দিলেন সৌরভ?
হারের কারণ হিসেবে পিচকেই প্রধানত দায়ী করছেন সৌরভ। তাঁর মতে, ভালো পিচে খেললে ভারতের পক্ষে জেতা কঠিন নয়। তিনি বলেন, “ভাল পিচে খেললে ভারত জিতবে। দলটায় প্রতিভার অভাব আছে তেমনটা একেবারেই নয়। যেখানে ভাল পিচ হয়েছে ভারত ভাল খেলেছে। দলের কাউকে দোষ দেওয়ার জায়গা নেই।” তিনি মনে করেন না যে এই হারের ফলে দলের ব্যাটিংয়ে বড় ধরনের কোনও সমস্যা রয়েছে।
সৌরভ ইংল্যান্ডের উদাহরণ টেনে বলেন, “ইংল্যান্ডে এই দলটাই ভাল ব্যাট করেছে। একের পর এক সেঞ্চুরি করেছে। সমস্যাটা তাই সেখানে নয়।” ঘুরিয়ে ভারতের কোচকে তাঁর পরামর্শ, দলের প্রতিভা নিয়ে প্রশ্ন না তুলে, পিচের মান নিয়ে আরও সতর্ক হওয়া উচিত।
💔 শুভমন গিলের না থাকা বড় ফ্যাক্টর
ম্যাচে ভারতের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে শুভমন গিলের না থাকাকে চিহ্নিত করেছেন সৌরভ। প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান গিল এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে দুই ইনিংসেই কার্যত নয় উইকেটে খেলতে হয় ভারতীয় দলকে।
সৌরভ বলেন, “গিল দারুণ ক্রিকেটার। ওর না থাকা প্রভাব ফেলেছে তো বটেই।” তাঁর মতে, তরুণ এই ওপেনারের অনুপস্থিতি দলের ব্যাটিংয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।