শিশুর মাথা অস্বাভাবিক মোটা? দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শনিন

আপনার শিশুর মাথার আকার কি অন্যান্য শিশুদের থেকে একটু বেশিই বড়? আর তা নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে? তাহলে এই খবর আপনারই জন্য। কারণ এটা পড়ার পর আপনি বুঝতে পারবেন বড় মাথা হওয়া শিশুর জন্য আশীর্বাদ।

গবেষণায় দেখা গিয়েছে, বড় মাথার শিশুদের বুদ্ধির বিকাশ অন্যান্যদের তুলনায় একটু বেশিই হয়ে থাকে৷ আর এই বিষয়ে আরো তথ্য দিতে বিজ্ঞানীরা নেমে পড়েছেন জিন, আই কিউ থেকে শুরু করে খুঁটিনাটি নানান পরীক্ষায়৷ কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানিয়েছেন, শারীরিক-মানসিক এবং আরো নানা ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধার অধিকারী হয়ে থাকে এই শিশুরা৷ এই গবেষণা করতে গিয়ে, ৩৭ থেকে ৭৩ বছর বয়সী, সকল অংশগ্রহণকারীদের থেকে গ্রহণ করা হয়েছে রক্ত, মূত্র এবং লালার নমুনা৷ সংগ্রহ করা হয়েছে তাদের লাইফস্টাইল সংক্রান্ত তথ্যও৷ আর তার ওপর ভিত্তি করেই তারা জানিয়েছেন এই তথ্য৷

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy