মশাবাহিত যেসব রোগ বাড়ে বর্ষাকালে, জেনেনিন ও সতর্ক থাকুন

বর্ষাকালে প্রকৃতি সেজে উঠলেও, বেড়ে যায় রোগব্যাধি। এ সময় যখন-তখন বৃষ্টির হওয়ার কারণে আবহাওয়া সব সময় আর্দ্র থাকে। এ কারণে বর্ষাকালে বায়ুবাহিত, জলবাহিত ও মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। তাই বর্ষা মৌসুমে নিজেকে সুরক্ষিত রাখতে সবারই যত্নবান হতে হবে।

বিশেষ করে এ সময় বাড়ে মশাবাহিত রোগের প্রকোপ। কারণ মশার প্রজনন মৌসুম হলো বর্ষাকাল। বিশ্বব্যাপী ডেঙ্গুতে ৩৪ শতাংশ ও ম্যালেরিয়ায় ১১ শতাংশ মানুষ আক্রান্ত হয় বর্ষা মৌসুমে। আরও যেসব মশাবাহিত রোগ হয় এ সময়-

ম্যালেরিয়া
প্লাজমোডিয়াম নামে এককোষী পরজীবীর কারণে ম্যালেরিয়া হয়। বর্ষায় ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়ে যায়। ম্যালেরিয়ার কারণে বেশ কয়েক দিন ধরে উচ্চতর জ্বর থাকে। অনেকের ক্ষেত্রে ম্যালেরিয়া মারাত্মক হতে পারে।

ডেঙ্গু
এডিস ইজিপ্টি মশার কারণে ডেঙ্গু হয়। যা বর্ষাকালে- বালতি, ড্রামস, কূপ, গাছের গর্তও ফুলের মধ্যে প্রজনন ঘটায়। এই মশা কামড়ানোর ৪-৭ দিন পরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন রোগী। এর প্রথম লক্ষণ হলো জ্বর ও অবসাদ অন্তর্ভুক্ত।

চিকুনগুনিয়া
বিগত কয়েক বছরে বর্ষায় চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যায়। এইডস অ্যালবপিকটাস মশা দ্বারা সৃষ্ট এই রোগ। বর্ষার ভাইরাল রোগ হলো চিকুনগুনিয়া। এই মশার প্রজাতি স্থির জলে বংশবৃদ্ধি করে এবং কেবল রাতে নয়, দিনেও আপনাকে কামড়াতে পারে।

তাই এ সময় মশাবাহিত রোগ থেকে সবারই সতর্ক হতে হবে। ঘরের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করুন। শিশুদের প্রতি বাড়তি খেয়াল রাখুন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy