ঠিক কতদিন অন্তর শ্যাম্পু করলে চুল পড়া বন্ধ হবে? জানতে অবশই পড়ুন

চুল ভাল রাখতে অনেকেই শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু শ্যাম্পু করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়। সেই ভুলের ফাঁদে পড়ে চুলেরও দফারফা। অথচ নিজেদের অজান্তে সে ভুল আমরা করেই চলি।

ভুল করার আগে এই পাঁচ ব্যাপারে সতর্ক থাকুন-

১) সঠিক শ্যাম্পু বেছে না নেওয়া

প্রথম ভুল হয় এখানেই৷ যেমন তেমন একটি শ্যাম্পু দিয়েই কাজ চালিয়ে নেন অনেকে৷ চুলের প্রকৃতি অনুযায়ী কী ধরনের শ্যাম্পু লাগবে তা ঠিক করা খুব জরুরি৷

২) শ্যাম্পুর রাসায়নিকের মাত্রাতিরিক্ত ব্যবহার

যে কোনও শ্যাম্পুতেই রাসায়নিক পদার্থ থাকে৷ তবে কোনও কোনও শ্যাম্পুতে প্রাকৃতিক উপাদানের পরিমাণ বেশি থাকে৷ কোনটি ভেষজ আর কোনটি পুরোপুরি রাসায়নিকে ঠাসা, তা একটু খেয়াল করলেই জানা যায়৷ প্যাকেটের গায়ে বিশেষ চিহ্নে বা সরাসরি লেখাতেও তা উল্লেখও করে দেওয়া থাকে কোনও কোনও ক্ষেত্রে৷ তাই রাসায়নিকের ব্যবহারে চুলের বারোটা যাতে না বাজে, সেদিকে খেয়াল রাখা জরুরি৷

৩) বেশি ধোয়ার ফলে ক্ষতি

যে শ্যাম্পুতে রাসায়নিক যত বেশি তা দূর করতে চুল বেশি করে ধুতে হয়৷ চুলের পুষ্টিজনিত কারণে সাধারণ যে তৈলাক্ত ভাব তা চলে যায়৷ অর্থাৎ এতে হিতে বিপরীত হয়৷

৪) স্কাল্পের বদলে চুল ধোয়া

খুসকি বা ময়লা বেশি জমে থাকে স্কাল্পে৷ শ্যাম্পু করার সময় বেশিরভাগ ক্ষেত্রে চুল ধোয়ার দিকেই জোর দেওয়া বেশি৷ ফলে লাভের কিছু হয় না৷ যা ময়লা স্কাল্পে থাকে, তা থেকেই যায়৷

৫) কন্ডিশনার ব্যবহার না করা

শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার না করা চুলের মারাত্মক ক্ষতি করে৷ চুলকে স্বাভাবিক অবস্থায় ও নমনীয় করতে সাহায্য করে কন্ডিশনার৷ এছাড়া আর্দ্রতাও ধরে রাখে

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy