ঘন ঘন চুল আঁচড়ানোর অভ্যাস? কি বিপদ ডেকে আনছে জানেন?

চুল নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। দিনরাত তারা চুলের পরিচর্যা করেন, ঘনঘন চুল আঁচড়ান কিন্তু তাতেও চুল ঝরা বন্ধ হচ্ছে না।

প্রশ্ন জাগতে পারে, এমনটি হচ্ছে কেন? ঘন ঘন আঁচড়ানোর জন্যই কি চুল ঝরে যাচ্ছে? ঠিক তাই, চুল একাধিকবার আঁচড়ানোও চুল ঝরে যাওয়ার অন্যতম প্রধান কারণ। অনেকেরই ভুল ধারণা রয়েছে, চুল একাধিকবার আঁচড়ে নিলে চুল ভালো থাকবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি একেবারেই ভুল ধারণা।

তারা বলছেন, দিনে দুইবারের বেশি চুল আঁচড়ানোর কোনো দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে, আর রাতে শোয়ার আগে আঁচড়ালেই যথেষ্ট।

এ ছাড়া ভেজা চুল আঁচড়ানোর সময় খুব সাবধান থাকতে হবে, ভেজা চুলের গোঁড়া আলগা থাকে। তাই চুল ঝরার সম্ভাবনা বেশি, আগে তলার দিক আঁচড়ে নিয়ে তারপর গোড়া আঁচড়াতে হবে। তবে ভেজা চুল না আঁচড়ানোই বেশি ভালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy