অনলাইনে প্রেম? জেনে নিন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে

প্রেমের ফাঁদ যে ভুবন জুড়েই পাতা, এ কথা কে না জানে! আর ডিজিটাল বিপ্লব হয়ে যাওয়ার পরে তো প্রেমের সম্ভাবনা আপনার আঙুলের ডগায়! কিন্তু অনলাইন ডেটিংয়ে অনেক ক্ষেত্রেই ওত পেতে থাকে বিপদ৷ জেনে নিন অনলাইনে অপরিচিত কারও সঙ্গে ঘনিষ্ঠতা পাতানোর আগে কী কী বিষয়ে সতর্ক থাকবেন৷

প্রথম আলাপেই ঘনিষ্ঠতা
সাবধান হোন৷ অনলাইন জগতে প্রথম দর্শনেই প্রেম বলে কিছু হয় না৷ আলাপ সামান্য এগোতে না এগোতেই যদি উল্টোদিকের পুরুষটি অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করেন, তা হলে খুব সম্ভবত তিনি ওই মুহূর্তে আরও অনেক মেয়েকে ওই একই মেসেজ পাঠাচ্ছেন৷ তক্ষুনি সরে আসুন৷

ওঁর মেসেজগুলো খুঁটিয়ে পড়ুন
নাম পরিচয় ভাঁড়িয়ে যাঁরা অনলাইন ডেটিং করতে চান, তাঁদের মেসেজগুলো সাধারণত খুব একঘেয়ে, প্রেডিক্টেবল হয়৷ একটু সচেতন থাকলেই আপনি বুঝতে পারবেন, যিনি আপনাকে সামনাসামনি না দেখেই প্রেম প্রস্তাব পাঠাচ্ছেন, তিনি সম্ভবত নকল৷

প্রোফাইল ভালো করে দেখুন
প্রোফাইল ছবিটা কি অস্পষ্ট বা পিছন ফেরা? তিনি কী করেন, কোথায় থাকেন, এ সব তথ্য কি স্পষ্টভাবে দেওয়া আছে? যদি উত্তর ‘না’ হয়, তা হলে এই মুহূর্তে ব্লক করুন৷ কোনও ফেক প্রোফাইলের মালিকের সঙ্গে আপনি সম্ভবত ঘনিষ্ঠ হতে চাইবেন না!

অতি সুপুরুষ থেকে সাবধান
আপনার পছন্দের পুরুষকে কি হৃতিক রোশনের মতো দেখতে? বা টম ক্রুজ? একটু দেখে খেলবেন, কারণ ওই ছবিটা সম্ভবত নকল৷ এ ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায়, ছবিটাকে ডাউনলোড করে গুগলে ফেলে ইমেজ সার্চ দেওয়া৷ আপনার তথাকথিক প্রেমিক যদি নকল ছবি নিজের বলে চালিয়ে দিয়ে থাকেন, গুগল ইমেজ সার্চে ধরা পড়ে যাবে৷

দেখা করার প্রস্তাব
অনলাইনে পরিচয়, ঘনিষ্ঠতার পর দেখা করার প্রস্তাব৷ সাধারণত এই ছকেই এগোয় অনলাইন প্রেম৷ কখনওই একা দেখা করতে চলে যাবেন না৷ আর কোনও অদ্ভুত জায়গায় দেখা করার প্রস্তাবেও রাজি হবেন না৷ ব্যস্ত, জনবহুল এলাকায়, লোকের ভিড় হয় এমন কফিশপেই দেখা করুন৷

ব্যক্তিগত ছবি বা তথ্য পাঠানো নয়
উনি কি আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি পাঠাতে বলছেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য চাইছেন? বিপদঘন্টি কিন্তু খুব জোরে বাজতে শুরু করেছে৷ ছবি বা তথ্য পাঠানোর প্রশ্নই নেই৷ একমাত্র অপশন ওঁকে ব্লক করা৷

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy