শুধু ঔষধি গুণেই নয়; বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারেন মধু, কীভাবে করবেন দেখুন?

ময়েশ্চারাইজার: ত্বকের আর্দ্রতা সুনিশ্চিত করতে মধুর কোনো বিকল্প হয় না। আপনার ফেসপ্যাকে নিশ্চিন্তে এটি যোগ করতে পারেন। দুধ, ময়দা, সর ইত্যাদি দিয়ে তৈরি বডিস্ক্রাবেও মধু যোগ করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

সর্দি-কাশি নিরাময়: মধুর প্রধান কাজ ছিল সর্দি-কাশি নিরাময়। ঠান্ডা লেগে গলা খুসখুস বা ঘুষঘুষে কাশি ইত্যাদি হলে মধু-লেবু মেশানো চা বা গরম পানীয় অত্যন্ত কার্যকর। যে কোনো গরম টক পানীয় গলার কাছে জমে থাকা কফ পাতলা করে দেয় আর মধুর প্রভাবে কমে প্রদাহ।

পোড়া সারানোর উপায়: পোড়া ত্বকের উপর মধু লাগালে ক্ষত তাড়াতাড়ি সারে। তবে তার উপরে গজ কাপড় জড়িয়ে রাখলে ভালো করবেন। দিনে তিন-চারবার ড্রেসিং পরিবর্তন করানোও দরকার।

অ্যান্টিসেপটিক মলম: কোথাও কেটে-ছিড়ে গেলে মধুর পরত লাগানোটা জরুরি, এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ক্ষত তাড়াতাড়ি সারাতে সাহায্য করে।

ব্রণ সারাতে: ত্বকে ব্রণের উপর মধু লাগিয়ে দেখুন। খুব তাড়াতাড়ি তা সারবে, পাশাপাশি দাগ-ছোপও মিলিয়ে যাবে সহজেই। ফেসমাস্কে মধু মেশালেও খুব ভালো ফল মিলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy