রোমহীন, তকতকে ত্বকের মালকিন হওয়ার স্বপ্ন কে না দেখেন? বিশেষ করে ওয়্যাক্সিং, থ্রেডিং, শেভিং বা ইলেকট্রোলাইসিসের মতো পদ্ধতিগুলি আপনার ত্বকের ক্ষতি করে, তা রুক্ষ হয়ে পড়ে ক্রমশ। তার চেয়ে বড়ো কথা হচ্ছে, রোমহীন হওয়ার যে সব তথাকথিত ‘পার্মানেন্ট’ সমাধানগুলি আছে, তার কোনওটিই আসলে একশো শতাংশ কার্যকর হয় না। তার চেয়ে এমন ঘরোয়া পদ্ধতির সাহায্য নিন যা ত্বকের সুরক্ষা সুনিশ্চিত করবে এবং ধীরে ধীরে আপনি রোমমুক্ত হওয়ার দিকে এগিয়ে যাবেন। এর প্রত্যেকটি উপায়ই যে নিরাপদ, তা নিয়ে কিন্তু কোনও সন্দেহই নেই!
অ্যালো ভেরা জেলের প্যাক: 4-5 টেবিলচামচ অ্যালো ভেরা জেল প্রয়োজন, পাতা স্লাইস করে মাঝের আঠালো অংশটুকুও বের করে নিতে পারেন। তার মধ্যে মেশান লেবুর রস, মধু, আধ চা-চামচ চালের গুঁড়ো বা সুজি আর অলিভ অয়েল। এই মিশ্রণটি দিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। তার পর চোখের চারপাশ বাদ দিয়ে লাগিয়ে নিন পুরো শরীরে ও পিঠে। একেবারে শুকিয়ে গেলে অল্প ঈষদুষ্ণ জল থুপে থুপে লাগান প্যাকের উপর। তার পর চক্রাকারে খুব আলতো স্পর্শে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্যাকটা তুলে ফেলুন। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন।
হলুদের প্যাক: কাঁচা হলুদ মোটামুটি সারা বছরই পাওয়া যায় বাজারে, একান্ত তা না পেলে ভালো মানের অরগ্যানিক গুঁড়ো হলুদ জোগাড় করুন। কাঁচা হলুদ বেটে নিতে হবে, তবে তার জন্য আলাদা ব্লেন্ডার বা শিল-নোড়া রাখা ভালো। এবার শুষ্ক ত্বকের ক্ষেত্রে ফুল ফ্যাট দুধ বা দই এবং তৈলাক্ত বা মিশ্র ত্বকের ক্ষেত্রে গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। সারা শরীরে, বিশেষ করে মুখে প্রত্যেকদিন লাগাতে পারেন। 15 মিনিট থেকে আধ ঘণ্টা অপেক্ষা করার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন ও ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন। প্রতিদিন এই লেপ ব্যবহার করা যায়, ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে রোম ক্রমশ হালকা হয়ে আসছে। যাঁদের রোম বেশি ঘন, তাঁরা এই প্যাকে লেবুর রস মিশিয়ে নিন, লেবুর রস ব্লিচ হিসেবেও কাজ করবে।
পাকা পেঁপের প্যাক: পাকা পেঁপে, বেসন বা আটা, অ্যালো ভেরা জেল, দুধের সর একসঙ্গে ব্লেন্ড করে ঘন একটা প্যাক তৈরি করে নিন। পুরো শরীরে মোটা করে লাগান, রোমের বাড় যেদিকে, তার উল্টো দিক করে লাগাতে হবে। শুকনো হওয়ার অপেক্ষা করুন। একেবারে শুকিয়ে গেলে একটা পরিষ্কার কাপড় নিয়ে ঘষে ঘষে প্যাকটা তুলে ফেলুন। যাঁদের ত্বক খুব স্পর্শকাতর, তাঁরা কাপড়টা নারকেল তেলে ভিজিয়ে নিয়ে প্যাক তুলুন। তার পর ঠান্ডা জলে স্নান করে নিন। প্রতিদিন এই প্যাক ব্যবহার করলে বাড়তি রোমের হাত থেকে নিষ্কৃতি তো মিলবেই, ত্বক থাকবে কুসুমকোমল।