রান্না করতে গিয়ে বা অসাবধানতাবশত প্রিয় পোশাকে তেলের দাগ লাগা খুবই সাধারণ ঘটনা। আর এমন দাগ লাগলে অনেকেই পোশাকটি নষ্ট হয়ে গেল বলে হতাশ হয়ে পড়েন!
তবে জেনে রাখুন, পোশাক থেকে তেলের দাগ তোলা মোটেই খুব কঠিন কাজ নয়। আপনার পোশাকের রং অক্ষত রেখেই সহজ কিছু উপায় অবলম্বন করে এই দাগ দূর করা সম্ভব।
যা যা প্রয়োজন:
১. লিকুইড সোপ (তরল সাবান)
২. হাইড্রোজেন পারঅক্সাইড
৩. বেকিং সোডা
৪. পুরনো টুথব্রাশ
দাগ তোলার পদ্ধতি:
১. প্রথমে দাগ লাগার স্থানে সামান্য লিকুইড সোপ লাগান।
২. একটি ছোট বাটিতে জল নিয়ে সাবান লাগানো অংশটি ডুবিয়ে হালকাভাবে ধুয়ে নিন।
৩. একই ভাবে আবারো লিকুইড সাবান মাখিয়ে দাগের স্থানটি ধুয়ে ফেলুন। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রাথমিক ধাপে দাগ চলে যায়।
৪. এরপরেও যদি দাগ না যায়, তাহলে দাগ লাগা জায়গায় আবারও লিকুইড সোপ মাখান।
৫. এবার দাগের উপরে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দিন।
৬. এরপরে দাগের স্থানটি বেকিং সোডা দিয়ে চাপা দিন।
৭. একটি পুরনো টুথব্রাশ দিয়ে দাগ লাগা জায়গাটা হালকা করে ঘষতে থাকুন। খুব বেশি জোরে ঘষার প্রয়োজন নেই।
৮. একবারে পুরো দাগ না উঠলে, একই পদ্ধতি কয়েক বার অনুসরণ করুন। এতে কাপড় থেকে তেলের দাগ দ্রুত উঠে যাবে।
তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, দাগ পুরোপুরি না উঠলে কাপড়টি রোদে বা সরাসরি তাপে শুকানো উচিত নয়। দাগ সম্পূর্ণভাবে না উঠলে কাপড় শুকালে দাগ স্থায়ীভাবে বসে যেতে পারে। তাই ধৈর্য ধরে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন এবং আপনার প্রিয় পোশাকটিকে তেলের দাগমুক্ত করুন!