পাঁচটি উপায়ে বোতল জীবাণুমুক্ত পরিষ্কার করতে পারেন, দেরি না করে জেনেনিন ফটাফট

অনেকে বোতল পরিষ্কারের জন্য গরম জল ব্যবহার করেন। গরম জলে বোতল ধুয়ে পরিষ্কার করা যায়। গরম জল কিছু জীবাণু ধ্বংস করে কিন্তু পুরোপুরি জীবাণুমুক্ত পরিষ্কার হয় না। তাই গুণগত মানসম্পন্ন জল পানের জন্য বোতল পরিষ্কার করা জরুরি।

পাঁচটি উপায়ে বোতল জীবাণুমুক্ত পরিষ্কার করতে পারেন-

১. বোতল ভালোভাবে পরিষ্কারের সহজ পথ হচ্ছে সিঙ্ক অথবা ডিসওয়াশার ব্যবহার করা। বোতলের তলা পরিষ্কার হয়েছে কিনা তা অবশ্যই দেখে নেবেন।

২. সাবান জলে বা ডিটারজেন্ট মিশিয়ে বোতল ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর ব্রাশ দিয়ে বোতল পরিষ্কার করে নিন। বোতলের ঢাকনা এবং নল খুলে আলাদাভাবে পরিষ্কার করুন।

৩. ভিনেগারের উপর ভরসা করতে পারেন। প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করতে চাইলে ভিনেগার সর্বোৎকৃষ্ট উপায় হতে পারে। বোতলের তলা এবং মুখের ভেতরের দিকে জমে থাকা জীবাণু এবং ছোট ভাইরাস ধ্বংস করতে সাদা ভিনেগার বেশ কার্যকরী। এটি ব্যবহারে দীর্ঘসময় লাগলেও চমৎকার কাজ করে। জলভর্তি বোতলে ভিনেগার ভরে সারা রাত রেখে দিন। কেমিক্যালমুক্ত বোতল পাবেন।

৪. পরিষ্কারক উপাদান ব্যবহার করতে পারেন। হালকা পরিষ্কারক উপাদান জীবাণু ধ্বংস করতে বেশ কার্যকরী। জলে ব্লিচিং পাউডার মিশিয়ে এতে বোতল ভালোভাবে ভিজিয়ে নিন। ধোয়ার পর বোতল শুকাতে দিন।

৫. পরিষ্কারক ট্যাবলেট ব্যবহার করা। যেকোনো ধরনের দ্রবীভূত ট্যাবলেট বোতল চমৎকারভাবে পরিষ্কার করে। জলভর্তি বোতলে ট্যাবলেট ঢেলে দিন। ৩০ মিনিট অপেক্ষা করুন। বোতল চমৎকার পরিষ্কার হবে

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy