তীব্র গরমে যেভাবে সুস্থ থাকবেন বয়স্করা, জানতে অবশ্যই পড়ুন

টানা কয়েক দিন ধরে দেশজুড়ে বইছে তীব্র তাপপবাহ, বিরাজ করছে প্রচণ্ড গরম আবহাওয়া। এছাড়া বাতাসের আর্দ্রতাও কম থাকায় গরম অনুভূত হচ্ছে আরও বেশি। এমন অবস্থায় প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স্করা। আর গ্রীষ্মের এ দাবদাহে বয়স্ক ব্যক্তিদের জন্য বাড়তি যত্নের প্রয়োজন। নইলে তারা আক্রান্ত হতে পারেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, আর্থ্রাইটিসজনিত ব্যথায়। এ ছাড়াও দেখা দিতে পারে জল শূন্যতা, হিট স্ট্রোক, হজমে সমস্যা।

গরমে বয়স্কদের সমস্যা
১. অতিরিক্ত গরম ও দাবদাহে বয়স্করা মাঝেমধ্যেই হিটস্ট্রোকের শিকার হন, যার কারণে তাদের ডায়রিয়া, বমি, গ্যাস এবং ডিহাইড্রেশনের মতো সমস্যা শুরু হয়।

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেনকেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন
২. অতিরিক্ত গরমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পরিমাণে ঘাম। এর সঙ্গে আরও বেরিয়ে যায় প্রয়োজনীয় লবণ। এতে শরীরে তৈরি হয় ডিহাইড্রেশন।

৩. গরমে খাবার থেকেও বয়স্কদের পেটে সমস্যা হতে পারে। এ সময় খাবার তাড়াতাড়ি পচে যায়। খেলে ফুড পয়জনিং, বমি বা ডায়রিয়াও হতে পারে। এ পরিস্থিতিতে ব্লাড প্রেশারও কমে যেতে পারে।

৪. প্রচণ্ড দাবদাহে উচ্চ রক্তচাপে আক্রান্ত বয়স্কদের রক্তের চাপ আরও বাড়তে পারে।

গরমে বয়স্কদের যত্ন
গ্রীষ্মকালীন রোগবালাইয়ের সঙ্গে লড়াই করে অনেকেই পেরে ওঠেন না। তাই গরমে বয়স্কদের যত্ন এবং খাওয়া হতে হবে একেবারে আলাদা। যেসব নিয়মগুলো মেনে চললে গরমে বয়স্করা সুস্থ থাকবেন তা এখানে দেওয়া হল

১. পর্যাপ্ত জল পান
গরমে সুস্থ থাকার প্রথম শর্ত হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। গরমে শরীর থেকে অতিরিক্ত জল বের হয়ে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি তৈরি হয়। তাই বড় কোনও রোগের ঝুঁকি এড়াতে এই দুই উপাদান শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা জরুরি। তাই প্রতিদিন জল এবং জল জাতীয় ফল, সবজি খাওয়া উচিত।

২. রোদে কম বেরোন
বাইরের তাপমাত্রা এবং রোদের তীব্রতার মধ্যে বয়স্ক ব্যক্তিদের বের না হয়ায়ি শ্রেয়। রোদের যা তীব্রতা, তাতে শরীর খারাপ হয়ে যেতে পারে। কোথাও যাওয়ার দরকার হলে সকালের দিকে কিংবা সন্ধ্যার পর বের হন।

এই গরমে পোষা প্রাণীর যত্নএই গরমে পোষা প্রাণীর যত্ন
৩. সুতি পোশাক
গরমে সুতির পোশাক ছাড়া অন্য কিছু না পরার কথা মনেও আনবেন না। শারীরিক অস্বস্তি ঠেকাতে সব সময় আরামদায়ক পোশাক পরার চেষ্টা করুন। হালকা-পাতলা পোশাক পরলে গরমও কম লাগে।

৪. হালকা খাবার খান
শুধু হালকা পোশাক নয়, হালকা খাবারও খেতে হবে। বয়স বাড়লে পেট ফাঁপা, গ্যাসের সমস্যাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। বিশেষ করে এই গরমে পেটের গোলমাল বেশি বেড়ে যায়। তাই সুস্থ থাকতে পাতলা খাবার বেশি করে খান। বিশেষ করে ফল ও শাক-সবজি।

৫. গরমে ব্যায়াম নয়
অনেকেই ব্যায়াম করে শরীর ফিট রাখার চেষ্টা করেন। তবে এই গরমে কোনভাবেই ভারী ব্যায়াম করা যাবে না এবং বাইরে ব্যায়াম করা উচিত না। শরীর ফিট রাখতে চাইলে ঘরে বসেই হালকা-পাতলা ব্যায়াম করা যেতে পারে।

৬. পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম
এই গরমে বয়স্কদের প্রচুর জল ও লবণ আছে এমন খাবার বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খেতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং যথেষ্ট বিশ্রাম নিতে হবে। এছাড়া গরমের সময়ে বয়স্কদের শারীরিক কোনও সমস্যা হলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy