ডাবের জল নাকি স্যালাইন গরমে কোনটি বেশি উপকারী? কি বলছেন বিশেষজ্ঞরা

তীব্র গরমে দিনেরবেলা বাইরে বের হলেই শরীর দিয়ে ঘামের স্রোত বেয়ে চলে সবারই, ফলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে শুরু হয়। যদি আপনি পর্যাপ্ত জল পান না করেন, তাহলে ঘামের সঙ্গে যে জল বেরিয়ে যায় তা কিন্তু আর পূরণ হয় না, এভাবেই শরীর জল শূন্য হতে শুরু করে।

তাই শরীরে জল ও ইলেকট্রোলাইটসের ঘাটতি মেটাতে অনেকেই নিয়মিত ডাবের জল পান করছেন এ সময়। আবার কেউ কেউ স্যালাইনের জল পান করছেন। এখন প্রশ্ন হলো, ডাবের জল নাকি স্যালাইন এই দুই পানীয়ের মধ্যে কোনটি বেশি উপকারী?

এ বিষয়ে ভারতের কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার জানান, ডাবের জল নিসন্দেহে খুবই উপকারী শরীরের জন্য। এই পানীয়ে চুমুক দিলে খুব সহজেই দেহে জলের ঘাটতি মেটে। শুধু তাই নয়, ডাবের জলে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যান্টি অক্সিডেন্টও আছে।

আর এসব উপাদান কিন্তু দেহের একাধিক উপকার করে। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে নিয়মিত ডাবের জল পান করতেই হবে। তিনি আরও জানান, স্যালাইনের তুলনায় ডাবের জল বহুগুণে উপকারী ও নিরাপদ।

কারণ ডাবের জল পান করলে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফেরে। একই সঙ্গে মেলে এনার্জি। আর সবচেয়ে বড় কথা, ডায়াবেটিস-প্রেশারের মতো অসুখ থাকলেও অনায়াসে ডাবের জল পান করা যায়। অন্যদিকে স্যালাইনের জল কিন্তু প্রেশার, সুগার, কোলেস্টেরল থাকলে পান করা নিরাপদ নয়। এদিক দিয়ে ডাবের জল নিরাপদ।

এই গরমে প্রতিদিন ডাবের জল পান করুন আর না করুন, অন্ততপক্ষে ৩-৪ লিটার জল অবশ্যই পান করুন। আর যারা রোদে বা বাইরে দীর্ঘসময় কাটানা তারা একটু পরপরই জল পান করুন সুস্থ থাকতে।

আর এই গরমে খুব দরকার না বলে একবারেই বাইরে বের হবেন না। বরং চেষ্টা করুন সকাল সকাল বা বিকেলের পর বাইরে বের হওয়ার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy