আগামীকাল হয়তো কোনো প্রেজেন্টেশন, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার বা প্রিয়জনের সঙ্গে দেখা করার মতো বিশেষ দিন। কিন্তু তার ঠিক আগের রাতেই মুখে হঠাৎ করে জেদি ব্রণ উঠে গেলে মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক। ব্রণ কেবল ত্বকের সমস্যা নয়, এটি মুহূর্তেই আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কিছু সহজ ঘরোয়া টিপস কাজে লাগিয়েই এক রাতের মধ্যে ব্রণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আসুন জেনে নেওয়া যাক, ২৪ ঘণ্টার মধ্যে ব্রণ দূর করার ৫টি কার্যকর উপায়:
১. বরফের ঠান্ডা ছোঁয়া
জেদি ব্রণকে রাতারাতি কমাতে বরফ খুবই উপযোগী। বরফের ঠান্ডা ছোঁয়া ত্বকের প্রদাহ ও লালভাব দ্রুত কমিয়ে ফেলে। এটি রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং ব্রণ দ্রুত শুকাতে সাহায্য করে। ২৪ ঘণ্টার মধ্যে অন্তত চার থেকে পাঁচবার ব্রণের জায়গায় বরফ শেক দিন। প্রতিবার ৫-১০ মিনিট করে বরফ ধরে রাখুন। ছোট ব্রণ হলে তা গায়েব হয়ে যাবে এবং বড় ব্রণ হলে তার আকার অনেকটাই ছোট হয়ে আসবে।
২. স্পট ক্রিমের ম্যাজিক
বাজারে এখন ব্রণ কমানোর জন্য নানা ধরনের ‘স্পট ক্রিম’ পাওয়া যায়। এই ক্রিমগুলোর মূল উপাদান হিসেবে থাকে স্যালিসাইলিক অ্যাসিড (Salicylic Acid) ও বেনজয়েল পারঅক্সাইড (Benzoyl Peroxide)। স্যালিসাইলিক অ্যাসিড মৃত চামড়া দূর করে ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল শোষণ করে নেয়। অন্যদিকে, বেনজয়েল পারঅক্সাইড শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে, যা নতুন ব্রণ হতে বাধা দেয়। তবে ব্যবহারের আগে ত্বকের ধরন বুঝে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
৩. মধু ও অ্যালোভেরার পেস্ট
যাদের বাজারে প্রচলিত কেমিক্যালযুক্ত প্রোডাক্টে অ্যালার্জি আছে, তারা প্রাকৃতিক উপাদান মধু ও অ্যালোভেরার ওপর ভরসা রাখতে পারেন। এই দুটি উপাদানেই শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি দিনে ৩ বার ব্রণের জায়গায় লাগান। এতে ২৪ ঘণ্টার মধ্যেই ব্রণের লালভাব ও ফোলাভাব অনেকটাই কমে আসবে।
৪. টি ট্রি অয়েলের ব্যবহার
ত্বক পরিচর্যার জগতে টি ট্রি অয়েল (Tea Tree Oil) একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক উপাদান। এতে থাকা শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ব্রণ কমাতে দ্রুত কাজ করে। দিনে কয়েকবার ব্রণের জায়গায় সামান্য টি ট্রি অয়েল লাগালে ব্রণের ফোলাভাব ও লালভাব অনেকটাই কমে যাবে। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই উপকারী।
৫. অ্যাসপিরিনের পেস্ট
ব্যথা ও প্রদাহ কমাতে কার্যকর অ্যাসপিরিন ব্রণের চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে। এতে থাকে স্যালিসাইলিক অ্যাসিড, যা ব্রণ শুকাতে ও মৃত চামড়া দূর করতে সাহায্য করে। দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে এক বা দুই ফোঁটা পানি দিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ব্রণের ওপর লাগিয়ে ৫-১০ মিনিট রাখুন। এতে ব্রণের উপরের তেল ও মৃত চামড়া উঠে আসবে, ফোলাভাব কমবে। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে ছোট একটা জায়গায় পরীক্ষা করে নিতে ভুলবেন না।