একজন পুরুষ প্রতি সাত সেকেন্ডে যৌনতা নিয়ে ভাবেন ,গোপন তথ্য এলো প্রকাশ্যে

একজন পুরুষ প্রতি সাত সেকেন্ডে একবার করে যৌনতা নিয়ে ভাবেন। ‌ এতদিন এমনটাই দাবি করে এসেছিল এক গবেষণা। আর এই গোটা ব্যাপারটাকেই বলা হতো ‘‌সেভেন সেকেন্ড রুল’‌। এবার সেই ধারণাকেই মিথ্যা প্রমাণ করে দিল ‌নতুন এক গবেষণা।

সম্প্রতি ‌নতুন এই গবেষণায় বলা হচ্ছে, যদি একজন পুরুষ প্রতি সাত সেকেন্ডে যৌনতা নিয়ে ভাবেন, তাহলে তিনি প্রতি ঘণ্টায় ৫১৪ বার যৌন চিন্তা করবেন। তাহলে ২৪ ঘণ্টায় পুরুষের যৌনচিন্তা করার পরিমাণটা দাঁড়ায় করার পরিমাণটা দাঁড়ায় ১২,৩৩৬ বার‌। আধুনিক কর্মব্যস্ত জীবনে একজন পুরুষের পক্ষে এতটা সময় নেই যৌনচিন্তার করার জন্য। আর এ কারণেই ‘‌সেভেন সেকেন্ড রুল’ মানতে রাজি নন কেউই।

২০১১ সালে ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছিলেন, একজন পুরুষ দিনে অন্তত ১৯ বার যৌনতা নিয়ে ভাবেন। অন্যদিকে একজন নারী যৌনতা বিষয়ে ভাবেন ১০ বার। তা বলে দিনে পুরুষদের ১২,৩৩৬ বার যৌন চিন্তা আসাটাকে মেনে নিতে রাজি নন অনেকেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy