চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুব উপকারী। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক নরম ও সুন্দর করে। ত্বক হাইড্রেট রাখে। পাশাপাশি ত্বকে পুষ্টি জোগায়।
চালের গুঁড়ো ব্যবহার
ফেসপ্যাক-১ : অ্যালোভেরার জেল ও মধু ত্বক সতেজ করতে সাহায্য করে। মরা চামড়া দূর করে। মুখের দাগ ছোপ দূর করে দেয়।
১ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চা চামচ অ্যালোভেরার জেল ও ১ চা চামচ মধু। চালের গুঁড়ো, অ্যালোভেরার জেল এবং মধু ভালো করে মিশিয়ে নিন। মেশানো মিশ্রণ মুখে মেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ফেসপ্যাক-২ : কলা ত্বককে ময়েশ্চারাইজার করে এবং চোখের নিচের কালো দাগ দূর করে। ক্যাস্টর অয়েলে রিকিনোলিক এসিড রয়েছে, যা ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক সার্কল থেকে মুক্তি দেয়।
১ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ পেষানো কলা, আধা চা চামচ ক্যাস্টর অয়েল। পাত্রে চালের গুঁড়ো নিন। এতে পেষানো কলা মেশান। এবার ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি চোখের নিচের অংশে লাগান। ৩০ মিনিট রেখে দিন। ভালোভাবে ধুয়ে ফেলুন।