স্নানগ্লাস আপনার চোখের ক্ষতি করছে না তো! দেখেনিন কি বলছে চিকিৎসকরা

স্নানগ্লাসের বিভিন্ন রকমফের আছে। দেখতে সুন্দর হলে-চোখের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। আবার অযত্নে থাকা সানগ্লাস তার গুণাগুণ হারায়। বিশেষজ্ঞরা বলেন, ভালো সানগ্লাস ব্যবহার না করলে অকালেই চোখে ছানি পড়ার ঝুঁকি থাকে। শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও।

চোখের সুরক্ষায় ভালোমানের সানগ্লাস ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। সানগ্লাসের প্রয়োজন যত্ন। নিচের কিছু টিপস আপনার উপকারে আসবে।

>> লেন্স পরিষ্কার করার কোমল সলিউশন দিয়ে সানগ্লাস পরিষ্কার করতে পারেন

>> সানগ্লাসের সঙ্গে দেওয়া কাপড়টি দিয়ে ভেজা অবস্থাতেই মুছে ফেলুন

>>খুলে এখানে সেখানে না রেখে, সানগ্লাসের বক্সের মধ্যে রাখুন

>> শুকনা সানগ্লাস মোছা উচিত নয়, ধুলা-বালির কণা কাচের সঙ্গে ঘষা খেয়ে দাগ পড়তে পারে

>> খুব ঠাণ্ডা বা বেশি তাপের কাছাকাছি সানগ্লাস রাখবেন না

>> সস্তার রঙিন চশমার অতিরিক্ত ব্যবহারের ফলে ‘আইলিড’ ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

>> রঙিন চশমা নিয়মিত ব্যবহারের ফলে চোখের পাওয়ার অস্বাভাবিক ভাবে বেড়ে যেতে পারে, ঘন ঘন মাথাব্যথাও হতে পারে।

>> কম দামি সানগ্লাস নিয়মিত ব্যবহারের ফলে ‘রিফ্রাক্টিভ এরর’ বা চোখের প্রতিসারক ত্রুটি বহুগুণ বেড়ে যায়। এই সমস্যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy