রবিবার পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তরুণ তারকা শুভমান গিলের (Shubman Gill)। তবে এই ম্যাচে ভারত পরাজিত হওয়ায়, ভারতীয় ক্রিকেট দলের জন্য এই বছর একদিনের ফরম্যাটে এটিই প্রথম হার। এর ফলে, অধিনায়ক হিসেবে শুভমান গিলের নামের পাশে যুক্ত হলো এক ‘বিরল’ হ্যাটট্রিক হারের রেকর্ড।অধিনায়ক হিসেবে গিলের প্রথম ম্যাচের তালিকা:বিরাট কোহলির পর শুভমান গিলই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি তিনটি ফরম্যাটেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন।ফরম্যাটপ্রতিপক্ষম্যাচের ফলাফলপরাজয়ের ব্যবধানটি-২০জিম্বাবোয়ে (২০২৪)ভারত পরাজিত১৩ রানেটেস্টইংল্যান্ড (২০২৫)ভারত পরাজিত৫ উইকেটেওডিআইঅস্ট্রেলিয়া (২০ ২৫)ভারত পরাজিত(পার্থের ম্যাচে)টি-২০ বিশ্বকাপে জয়ের পর টি-২০ অধিনায়ক হিসেবে প্রথমবার ভারতকে নেতৃত্ব দেওয়া গিলের দল জিম্বাবোয়ের কাছে ১৩ রানে পরাজিত হয়েছিল। এরপর এই বছরের শুরুতে টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারে ভারত।কোহলির রেকর্ড:২০১৪ সালে টেস্ট, ২০১৩ সালে ওয়ানডে এবং ২০১৭ সালে টি-টোয়েন্টি—এই তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির (Virat Kohli) প্রথম ম্যাচের ফলও ছিল পরাজয়। যদিও কোহলি তাঁর প্রথম টেস্ট ম্যাচে (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন, তবুও ভারত জয়লাভ করতে পারেনি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের চিত্র:আইপিএল শেষ হওয়ার পর এই ম্যাচটি ছিল রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির খেলা প্রথম আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে বারবার ব্যাহত হওয়া এই ম্যাচে দুই অভিজ্ঞ তারকাই বিশেষ কিছু করতে পারেননি। রোহিত শর্মা মাত্র আট রান করে এবং বিরাট কোহলি কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। এর পর অধিনায়ক গিলও দলের স্কোরবোর্ডে বড় অবদান রাখতে পারেননি।অধিনায়ক হিসেবে শুভমান গিলের এমন শুরু স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট মহলে আলোচনায় উঠে এসেছে।
Home
SPORTS
রোহিত-কোহলির প্রত্যাবর্তনের দিনেও ব্যর্থ ভারত! অজিদের কাছে হারের পরই আলোচনায় গিলের ‘দুর্ভাগ্য’
Related Posts
ক্যাচ ধরতে গিয়ে প্লিহায় আঘাত, ছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণ! দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকতে পারেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক
আবেগের বিস্ফোরণ! অস্ট্রেলিয়াকে বধ করে কেঁদে ফেললেন জেমিমা রড্রিগেজ, নারীশক্তির লড়াইয়ে ভারতের ঐতিহাসিক জয়