রেকর্ড ভাঙা ব্যাটার! এক ইনিংসে হারাল জোড়া বল! টি২০-তে কেন বৈভব সূর্যবংশীকে নিয়ে এত আলোচনা?

সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে গোয়ার বিরুদ্ধে বিহারের ম্যাচে আবারও দেখা গেল ১৪ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর ব্যাটিং দাপট। গত ম্যাচেই কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন তিনি। এদিন সেই রেকর্ডের মতোই তাঁর ব্যাটে চলল তাণ্ডব।

বৈভব মাত্র ২৫ বলে ৪৬ রানের একটি বিনোদনমূলক ইনিংস খেলেন। বাঁ-হাতি এই ওপেনারের ব্যাটে ছিল চারটি চার এবং চারটি বিশাল ছক্কা। এই চারটি ছক্কার মধ্যেই দু’বার বল মাঠের বাইরে চলে যাওয়ায় আম্পায়ারকে রিজার্ভ আম্পায়ারের কাছ থেকে নতুন বল চাইতে হয়।

বৈভবের ছক্কার তাণ্ডবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে পার্কিং লটে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যেখানে গাড়ি পার্ক করেন, সেখানে গিয়ে পড়ে একটি ছক্কা। এক অধ্যাপকের গাড়ির একদম পাশে বল পড়ায় তিনি তড়িঘড়ি গাড়িটি সেই জায়গা থেকে সরিয়ে নিতে বাধ্য হন। আতঙ্কিত সেই অধ্যাপক বলেন, “ওরে বাবা! এত বড় ছক্কা মারছে, গাড়ির কাঁচ না ভেঙে যায়!” তাঁর দেখাদেখি পার্কিং লট থেকে একের পর এক গাড়ি সরিয়ে দিতে শুরু করেন বাকিরাও।

বৈভব সূর্যবংশীর ব্যাটিং মানেই যেন তাণ্ডব, যা ভারতীয় ক্রিকেটে এখন এক ‘দস্তুর’ হয়ে দাঁড়িয়েছে। সমস্তীপুরের এই তরুণ বাঁহাতি ব্যাটার গত ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে মাত্র ৫৮ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় শতরান করেছিলেন। তাঁর ক্রিজে থাকা মানেই চার-ছক্কার বন্যা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy