২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ভারত-পাক দ্বৈরথ শুরু হয়ে গেল মাঠের বাইরে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানও যখন একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, তখন সপাটে আক্রমণ শানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে, ভারতের বর্তমান বিধ্বংসী ফর্ম দেখে পাকিস্তান যদি বিশ্বকাপে না আসে, তবে সেটা তাদের জন্য ‘বুদ্ধিমানের কাজ’ হবে।
শ্রীকান্তের দাবি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ব্যাটিং তাণ্ডব দেখে পাকিস্তান আতঙ্কিত। তিনি বলেন, “ওহে পাকিস্তান, তোমরা এসো না। তোমাদের মহসিন নাকভি না আসার কথাই তো বলছে। না আসাটাই ভালো। কারণ তোমরা এলে আমাদের ছেলেরা তোমাদের ছুড়ে ফেলে দেবে। কলম্বোয় মারা ছক্কা সরাসরি এসে পড়বে মাদ্রাজে!” শ্রীকান্ত মনে করেন, ভারত এখন যে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে, তাতে যে কোনও দলের পক্ষেই টিকে থাকা দায়।
পাকিস্তান বয়কট করলে কী কী ক্ষতির মুখে পড়বে? ১. আইসিসির শাস্তি: চুক্তি ভঙ্গ করার জন্য বাবর আজমদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। ২. হাইব্রিড মডেলের ইতি: পাকিস্তান যদি এবার না খেলে, তবে ভবিষ্যতে কোনও টুর্নামেন্টে তারা আর হাইব্রিড মডেলের দাবি জানাতে পারবে না। ৩. পিএসএল (PSL) সংকট: অন্যান্য দেশ তাদের ক্রিকেটারদের পিএসএল খেলার জন্য এনওসি (NOC) দেওয়া বন্ধ করে দিতে পারে, যা পাকিস্তানের ঘরোয়া লিগের জৌলুস নষ্ট করবে। ৪. বাংলাদেশের প্রত্যাবর্তন: পাকিস্তান সরে দাঁড়ালে আইসিসি সেই জায়গায় বাংলাদেশকে ফিরিয়ে এনে বড় ‘মাস্টারস্ট্রোক’ দিতে পারে।