বোর্ডকে চ্যালেঞ্জ কাইফের! ‘বিরাটের ঘরোয়া ক্রিকেট খেলার কোনো দরকার নেই’, কেন এমন বললেন প্রাক্তন তারকা?

ভারতীয় ক্রিকেটে বর্তমানে বিসিসিআই-এর কড়া নির্দেশ— তারকা ক্রিকেটারদেরও বিরতির সময় ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু এই নিয়মের বিরুদ্ধেই এবার সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর মতে, বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারের ফর্মে ফেরার জন্য আলাদা করে কোনো ম্যাচ প্র্যাকটিস বা ঘরোয়া ক্রিকেটের প্রয়োজন নেই।

৩৭ পেরিয়েও বিরাটের ফিটনেস এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে মুগ্ধ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “বিরাট এমন একজন ক্রিকেটার যে দশকে একবার আসে। ও যখনই দেশের জার্সিতে খেলতে নামে, রান করে ম্যাচ জিতিয়ে আবার লন্ডনে ফিরে যায়। নিয়মিত না খেলেও এই স্তরের ফিটনেস ও ফর্ম ধরে রাখাটা চাট্টিখানি কথা নয়।” কাইফ আরও যোগ করেন যে, বিরাটের প্যাশনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তাঁর মতে, উল্টোদিকের ১০ জনের বিরুদ্ধে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন কোহলি।

উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করে বোর্ড রোহিত-বিরাটদের ঘরোয়া ক্রিকেট খেলার নিদান দিয়েছিল। সেই মতো কোহলি বিজয় হাজারে ট্রফিতে খেলে শতরানও করেছেন। কিন্তু কাইফের যুক্তি, যিনি দেশের হয়ে নামলেই সেরা পারফর্মার, তাঁকে বারবার ঘরোয়া ক্রিকেটে নামিয়ে প্রমাণের কিছু নেই। এখন দেখার, কাইফের এই ‘বিস্ফোরক’ মন্তব্যের পর বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় থাকে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy