হাতে সময় খুব কম, দরজায় কড়া নাড়ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক এই সময়েই ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তিলক বর্মার ফিটনেস নিয়ে চিন্তায় ছিলেন সমর্থকরা। তবে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিলকের এক পোস্ট সব দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে মুখে হাসি ফোটালো ক্রিকেট প্রেমীদের। রিহ্যাবে ঘাম ঝরানোর ভিডিও পোস্ট করে তিলক বুঝিয়ে দিলেন, তিনি প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।
অস্ত্রোপচারের পর লড়াকু মেজাজ
দিনকয়েক আগেই তলপেটে ব্যথার কারণে জরুরি ভিত্তিতে তিলক বর্মার অস্ত্রোপচার করা হয়। হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলার সময় রাজকোটে এই সমস্যার সূত্রপাত। চোটের গুরুত্ব বুঝে বিসিসিআই-এর মেডিক্যাল টিম দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে মাঠের বাইরে থাকলেও, বিশ্বকাপের কথা মাথায় রেখে এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন এই হায়দরাবাদী ক্রিকেটার।
“নির্ধারিত সময়ের আগেই”
সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ার্কআউটের একটি ভিডিও স্টোরিতে দিয়ে তিলক লিখেছেন, ‘নির্ধারিত সময়ের আগে’। অর্থাৎ চিকিৎসকরা তাঁর ফেরার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার অনেক আগেই তিনি ফিট হয়ে উঠছেন। ভারী ওজন তোলা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক কসরত— তিলকের রিহ্যাব চলছে জোরকদমে। অন্য একটি পোস্টে তিনি স্পষ্ট লিখেছেন, “প্রত্যাবর্তনের চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না।”
বিশ্বকাপ পরিকল্পনায় কেন তিলক অপরিহার্য?
গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিলক বর্মার লড়াকু ইনিংস ভারতীয় ক্রিকেট মহলে তাঁর জায়গা পাকা করে দিয়েছিল। মিডল অর্ডারে তাঁর আগ্রাসী ব্যাটিং এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা আসন্ন বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের একাধিক সিনিয়রের চোট সমস্যার মাঝে তিলকের দ্রুত সেরে ওঠা টিম ম্যানেজমেন্টের কাছে বিরাট স্বস্তির বিষয়।
সব কিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের দল ঘোষণার আগেই নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলতে পারবেন তিলক। এখন অপেক্ষা শুধু জাতীয় জার্সিতে তাঁকে ফের মাঠে দেখার।