‘ফ্যানকে কেন ধরছ?’ – বেড়া টপকে আসা ভক্তের পাশে দাঁড়ালেন রোহিত, মুহূর্তে ভাইরাল শিবাজি পার্কের ঘটনা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা যে তাঁর ভক্তদের কতটা ভালোবাসেন, তা আরও একবার প্রমাণিত হলো। সম্প্রতি মুম্বইয়ের আইকনিক শিবাজি পার্কে এই ভারতীয় ব্যাটিং তারকাকে অনুশীলন করতে দেখা যায়, সেখানেই নেট সেশনের সময় ঘটে যাওয়া এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে প্র্যাকটিস চলাকালীন। রোহিত শর্মার সঙ্গে দেখা করার জন্য এক উৎসাহী ভক্ত নিরাপত্তা বেড়া টপকে মাঠে ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গে একজন নিরাপত্তাকর্মী সেই ভক্তকে বাধা দিতে এগিয়ে আসেন। ঠিক তখনই রোহিত নিজে এগিয়ে এসে হস্তক্ষেপ করেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ৩৮ বছর বয়সী রোহিত সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীকে থামান এবং ভক্তকে আটকানোর জন্য বকা দেন। এরপর তিনি সেই ভক্তকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেন। রোহিতের এই মানবিক প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগীরা। অনেকেই রোহিতের এই ফ্যান-ফ্রেন্ডলি মনোভাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

এখানে উল্লেখ্য, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy