আইপিএল ২০২৬-এর নিলামে যেন কোনো টানটান সিনেমার চিত্রনাট্য লিখলেন পৃথ্বী শ। কয়েক ঘণ্টার ব্যবধানে চরম হতাশা থেকে স্বস্তির হাসি—আবেগের এমন রোলার-কোস্টার রাইড আগে কখনও দেখেনি ক্রিকেট দুনিয়া। ৭৫ লক্ষ টাকার বেস প্রাইস থেকে শুরু করে দু’বার অবিক্রীত থাকার পর, শেষ মুহূর্তে এক নাটকীয় প্রত্যাবর্তনে নিজের ‘পুরনো ঘর’ দিল্লি ক্যাপিটালসেই ফিরলেন ভারতের এই তরুণ ওপেনার।
নিলামে চূড়ান্ত অপমান ও মনভাঙা পোস্ট: মঙ্গলবার নিলামের টেবিলে প্রথম দু’বার যখন পৃথ্বীর নাম উঠল, তখন কোনো ফ্র্যাঞ্চাইজিই তাঁর ওপর ভরসা দেখায়নি। একসময়ের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে অবিক্রীত থাকতে দেখে অনেকেই অবাক হন। এই ধাক্কা সইতে না পেরে ইনস্টাগ্রামে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে পৃথ্বী লিখেছিলেন—‘ইটস ওকে!’ ছোট এই বার্তায় তাঁর একাকীত্ব আর অভিমান স্পষ্ট হয়ে গিয়েছিল ভক্তদের কাছে।
৬ মিনিটে বদলে গেল ভাগ্য: নিলামের একদম শেষলগ্নে যখন অ্যাক্সিলারেটেড রাউন্ডে তৃতীয়বার পৃথ্বীর নাম তোলা হয়, তখন আর চুপ থাকেনি দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইসেই তাঁকে তুলে নেয় তাঁর পুরনো দল। এর মাত্র ৬ মিনিটের মাথায় বদলে যায় পৃথ্বীর সোশ্যাল মিডিয়া। আগের সেই ‘হৃদয়ভাঙা’ পোস্ট মুছে ফেলে তিনি শেয়ার করেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলের সঙ্গে একটি হাসিমুখের সেলফি। ক্যাপশনে লিখলেন—‘Back to my family’।
কেন এই ফেরা গুরুত্বপূর্ণ? ২৬ বছর বয়সী পৃথ্বীর কেরিয়ারে গত কয়েক বছর ছিল বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ফর্ম আর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও সম্প্রতি রঞ্জি ট্রফিতে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লির অবিচ্ছেদ্য অংশ ছিলেন পৃথ্বী। মাঝে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করার পর, আইপিএলে ফের দিল্লির জার্সি পাওয়া তাঁর কেরিয়ারের জন্য এক বিরাট লাইফলাইন।
মাঠেই মিলবে জবাব: নিলামের এই নাটকীয় দিনটি পৃথ্বী শ-কে আরেকবার নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিল। চেনা ড্রেসিংরুম আর অক্ষরের মতো বন্ধুদের পাশে পেয়ে পৃথ্বী কি পারবেন তাঁর সেই বিধ্বংসী মেজাজে ফিরতে? এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।