দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে কাঁধের চোটের কারণে ওডিআই সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। এমতাবস্থায়, তাঁর মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে জল্পনা চলছে। তবে সমর্থকদের জন্য সুখবর— শুভমন গিল সোমবার (১ ডিসেম্বর) থেকেই তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করছেন।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই তরুণ ক্রিকেটার বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA) বা সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস ও রিকভারি অনুশীলনে যোগ দিচ্ছেন।
ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় গিল কাঁধে চোট পান। নেক স্প্যাজমের কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। প্রথম টেস্টের বাকি পর্ব এবং গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর তিনি শুশ্রূষার জন্য মুম্বই চলে যান।
তাড়াহুড়ো নয়, সম্পূর্ণ প্রস্তুতিতে জোর:
রিপোর্ট অনুযায়ী, মুম্বইতে স্বনামধন্য স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞের অধীনে প্রয়োজনীয় ফিজিওথেরাপি সম্পন্ন করে গিল চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে সময় কাটান। এরপর সোমবারই তিনি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন। সূত্রের খবর, এই সময়ে একাধিকবার বিমানে যাতায়াত করলেও ভারত অধিনায়ক কোনওরকম অস্বস্তি অনুভব করেননি।
গিল প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, “কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-মুম্বই, মুম্বই-চণ্ডীগড়—এই সময়ের মধ্যে কোনওরকম অস্বস্তি ছাড়াই গিল একাধিকবার বিমানে যাতায়াত করেছেন। তাঁকে মাঠে ফেরানোর সবরকম প্রচেষ্টা চলছে, তবে এ ব্যাপারে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না।”
বর্তমানে মানসিকভাবে শুভমন গিল মাঠে ফেরার জন্য ১০০ শতাংশ প্রস্তুত। ওডিআই সিরিজ শেষ হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটের সেই সিরিজে অংশগ্রহণের জন্য গিল জোর চেষ্টা চালাচ্ছেন। তবে প্রয়োজনীয় সমস্ত ধাপ পেরিয়ে তিনি নিজেকে ফিট প্রমাণ করতে পারবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।