আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে বসতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আসর। একদিনের এই নিলামে ভারত-সহ বিশ্বের প্রথমসারির দেশগুলি থেকে মোট ১,৩৫৫ জন ক্রিকেটার থাকছেন। নিলামের আগে একাধিক তারকা ক্রিকেটার এবং বেস প্রাইস নিয়ে তৈরি হয়েছে জোর আলোচনা।
শাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে সংশয়
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান এই নিলামে থাকছেন।
রিজার্ভ প্রাইস: শাকিবের রিজার্ভ প্রাইস ভারতীয় মুদ্রায় ₹১ কোটি টাকা।
ইতিহাস: তিনি আইপিএল-এ ৯টি মরসুম খেলে ৭১টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।
সংশয়: যদিও শাকিব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না। ফলে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট মহলে।
₹২ কোটির ক্লাব এবং ভারতীয় ক্রিকেটার
এবারের নিলামে ৪৩ জন ক্রিকেটারের বেস প্রাইস রাখা হয়েছে সর্বোচ্চ ₹২ কোটি টাকা। এদের মধ্যে অধিকাংশ বিদেশি ক্রিকেটার।
বিদেশি তারকা: এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, মুজিব-উর-রহমান, জশ ইনগ্লিস, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোশেফের মতো বড় নাম।
ভারতীয় মুখ: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মাত্র দু’জনের বেস প্রাইস ₹২ কোটি টাকা। তাঁরা হলেন: ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণোই।
আলোচনায় স্টিভ স্মিথ ও ভেঙ্কটেশ আইয়ার
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের অন্যতম হতে পারেন তিনি।
অন্যদিকে, ২০২৫ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, যাঁকে এবার কেকেআর ছেড়ে দেওয়ায় তিনি নিলামে নাম লিখিয়েছেন। ₹২ কোটি বেস প্রাইস নিয়ে তিনি কত দর পান, সেদিকে নজর থাকবে সকলের।