আইপিএল ২০২৬ মরশুমের মিনি নিলাম আগামী ১৬ই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই নিলামে বিভিন্ন দল মিলে মোট ৭৭টি শূন্যস্থানের জন্য ৩৫০ জন দেশি এবং বিদেশি ক্রিকেটার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য ৩১টি জায়গা সংরক্ষিত রয়েছে। এই মেগা ইভেন্টের আগে, ২০০৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আইপিএল-এর নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারদের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটাররা:বছরক্রিকেটারদাম (কোটি টাকা)দলবিশেষ রেকর্ড২০০৮মহেন্দ্র সিং ধোনি৬.০চেন্নাই সুপার কিংস (CSK)প্রথম নিলামের অন্যতম আকর্ষণ২০০৯কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ৭.৫৫ (প্রত্যেকে)আরসিবি, সিএসকে২০১০কাইরন পোলার্ড৪.৮মুম্বই ইন্ডিয়ান্স (MI)২০১১গৌতম গম্ভীর১১.০৪কলকাতা নাইট রাইডার্স (KKR)প্রথম ক্রিকেটার হিসেবে ১০ কোটির গণ্ডি পার২০১২রবীন্দ্র জাদেজা১২.৮চেন্নাই সুপার কিংস (CSK)২০১৩গ্লেন ম্যাক্সওয়েল৬.৩মুম্বই ইন্ডিয়ান্স (MI)২০১৪যুবরাজ সিং১৪.০রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)২০১৫যুবরাজ সিং১৬.০দিল্লি ডেয়ারডেভিলস (DD)পরপর দু’বার সবচেয়ে দামি ক্রিকেটার২০১৬শ্যেন ওয়াটসন৯.৫রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)২০১৭বেন স্টোকস১৪.৫রাইজিং পুণে সুপারজায়ান্ট (RPS)২০১৮বেন স্টোকস১২.৫রাজস্থান রয়্যালস (RR)২০১৯জয়দেব উনাদকাট, বরুণ চক্রবর্তী৮.৪ (প্রত্যেকে)রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP)২০২০প্যাট কামিন্স১৫.০কলকাতা নাইট রাইডার্স (KKR)২০২১ক্রিস মরিস১৬.২৫রাজস্থান রয়্যালস (RR)২০২২ঈশান কিষাণ১৫.২৫মুম্বই ইন্ডিয়ান্স (MI)২০২৩স্যাম কুরান১৮.৫পাঞ্জাব কিংস (PBKS)২০২৪মিচেল স্টার্ক২৪.৭৫কলকাতা নাইট রাইডার্স (KKR)সবচেয়ে দামি বোলার২০২৫ঋষভ পন্থ২৭.০লখনউ সুপারজায়ান্টস (LSG)আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার২০২৫শ্রেয়স আইয়ার২৬.৭৫পাঞ্জাব কিংস (PBKS)সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থআইপিএল ২০২৫ সালের নিলামে ঋষভ পন্থকে লখনউ সুপারজায়ান্টস ২৭ কোটি টাকায় কিনে নেয়। এই বিপুল অঙ্কের কারণে তিনি বর্তমানে আইপিএল-এর নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড তৈরি করেছেন।
Home
SPORTS
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কে? ধোনি, যুবরাজ না স্টার্ক—জানুন অতীতের সব রেকর্ড
Related Posts
মাস্ক পরে মাঠে হার্দিক, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল স্টেডিয়াম! বোর্ডের ‘ভুল’ সিদ্ধান্তে ভেস্তে গেল হাইভোল্টেজ লড়াই?