মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে আজ ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষে নয়, তবুও ঘরের মাঠে খেলার সুবিধা এবং প্রাক্তন ক্রিকেটারদের সমর্থন নিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
পরিসংখ্যানে পাল্লা ভারী অস্ট্রেলিয়ার:
একদিনের ক্রিকেটের ইতিহাসে দুই দলের মধ্যে খেলা ৬০ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৯টি। সর্বশেষ তিনটি জয়ও তাদেরই নামের পাশে। এত বড় ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবেই ফেভারিট। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে সব হিসেব বদলে যেতে পারে।
বিশপের বার্তা: ‘অজেয় নয় অস্ট্রেলিয়া’
ম্যাচের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি মনে করিয়ে দেন, “অস্ট্রেলিয়া হয়তো দুর্দান্ত, কিন্তু অজেয় নয়।” ভারতীয় খেলোয়াড়দের উদ্দেশ্য করে তিনি বলেন, “ভারত যদি ভাবে যে একবার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে কাল সেই ইতিহাস আবারও লেখা যেতে পারে। হারাতে পারি, এই ভাবনাটাই আসল।”
একাদশে পরিবর্তন:
সেমিফাইনালের আগে দুই দলেই কিছু পরিবর্তন হয়েছে।
ভারতীয় দল: হরলীন দেওলের জায়গায় এলেন ক্রান্তি গৌড়। উমা ছেত্রীর জায়গায় ভারতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন প্রতিকা রাওয়াল, তাঁর জায়গায় এসেছেন শেফালি বর্মা।
অস্ট্রেলিয়া দল: অস্ট্রেলিয়া দলে ফিরেছেন তারকা ব্যাটার অ্যালিসা হিলি।
ঘরের মাঠের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করাই এখন ভারতের লক্ষ্য।