অবশেষে ইডেনের বাইশ গজে চলল ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট। সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SYED MUSTAQ ALI Trophy) গ্রুপ পর্বে মহারাষ্ট্রের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিহারের এই ওপেনার। এর আগে ইডেন গার্ডেন্সে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বৈভব যথাক্রমে ১৪, ১৩ ও ৫ রান করে ব্যর্থ হয়েছিলেন। এবার রানে ফিরেই বৈভব শুধু জয় নয়, ইতিহাসও গড়েছেন।
সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড:
মাত্র ১৪ বছর ২৫০ দিন বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে তিন অঙ্কের রান করা ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন। এর আগে কোনো ক্রিকেটার এত কম বয়সে এই টুর্নামেন্টে সেঞ্চুরি করতে পারেননি।
মহারাষ্ট্রের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস:
প্রথমে ব্যাটিং করতে নেমে বিহার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে।
ওপেনিংয়ে নেমে বৈভব শেষ পর্যন্ত ৬১ বলে ১০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
তাঁর ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৭টি গগনচুম্বী ছক্কা দিয়ে।
তিন অঙ্কের রানে পৌঁছতে তাঁর লাগে মাত্র ৫৮ বল।
বিহারে টি-২০-তে সবচেয়ে বেশি ছক্কা:
ব্যক্তিগত সেঞ্চুরি ছাড়াও বৈভব আরও একটি রেকর্ড গড়েছেন। বিহারের হয়ে এক ইনিংসে টি-২০-তে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন তাঁর দখলে। ওপেনিংয়ে নেমে তিনি ৭টি ছক্কা মেরেছেন, যা বিহারের হয়ে টি-২০-তে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে বিহারের রাজেশ সিং টি-২০ ফর্ম্যাটে এক ইনিংসে ৬টি ছক্কা মেরেছিলেন।
উল্লেখ্য, ক্রিকেট জীবনের সংক্ষিপ্ত পরিসরে বৈভব এখনও পর্যন্ত ৮টি প্রথম শ্রেণির ম্যাচ, ৬টি লিস্ট এ এবং ১৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। টি-২০-তে মোট ৬৪৪ রানের মধ্যে তাঁর রয়েছে ৩টি সেঞ্চুরি।