হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া ইংল্যান্ড, সিডনিতে কি মিরাকল করবেন রেকর্ড গড়া বেথেল?

অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্টে সিডনির বাইশ গজে রেকর্ডের ফুলঝুরি। চতুর্থ ব্যাটার হিসেবে সিডনি টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। মাত্র ২২ বছর ৭৮ দিন বয়সে শতরান হাঁকিয়ে একবিংশ শতাব্দীর দ্বিতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে অ্যাশেজে সেঞ্চুরির নজির গড়লেন তিনি। এই তালিকায় সবার উপরে রয়েছেন স্যার অ্যালেস্টার কুক। দিনের শেষে বেথেল ১৪২ রানে অপরাজিত থাকলেও ইংল্যান্ডের স্কোরবোর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়।

অস্ট্রেলিয়ার ৫৬৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩০২ রান। হ্যারি ব্রুক (৪২) ও বেন ডাকেট (৪২) শুরুটা ভালো করলেও শেষবেলায় বিউ ওয়েবস্টারের তিন উইকেটে চাপে পড়ে গেছে বেন স্টোকসের দল। বর্তমানে মাত্র ১১৯ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আইপিএলে আরসিবি-র হয়ে খেলা বেথেল এদিন ১৬২ বলে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। ট্রটের পর গত ১৪ বছরে তিন নম্বরে নামা প্রথম ইংরেজ হিসেবে অ্যাশেজ শতরানের নজিরও গড়লেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy