‘স্বামী শৃঙ্খলাবদ্ধ, বাকিরা খারাপ কাজে লিপ্ত’! রবীন্দ্র জাডেজার স্ত্রীকে নিয়ে শুরু বিতর্ক, নেটিজেনদের ক্ষোভ

রবীন্দ্র জাডেজার স্ত্রী এবং গুজরাত সরকারের ক্যাবিনেট মন্ত্রী রিভাবা জাডেজার একটি মন্তব্য ঘিরে এখন তোলপাড় ভারতীয় ক্রিকেট। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বিদেশে গেলে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা ‘একাধিক খারাপ অভ্যাসে’ জড়িয়ে পড়েন।

বিজেপি সদস্য রিভাবা সম্প্রতি বলেন, তাঁর স্বামী রবীন্দ্র জাডেজা ক্রিকেট খেলতে লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো বহু দেশে যান। কিন্তু তাঁর মতে, জাডেজা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং তিনি কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হননি, বরং নিজের দায়িত্ব সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত।

কিন্তু জাডেজা বাদে দলের বাকি খেলোয়াড়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রিভাবা। তিনি দাবি করেন, দলের অন্যান্য সদস্যরা একাধিক খারাপ কাজে লিপ্ত হন। তিনি আরও বলেন, জীবনে যতই বড় হওয়া যাক না কেন, নিজের সংস্কৃতি কখনও ভুলে যাওয়া উচিত নয়। এই মন্তব্য ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন এবং আচরণবিধি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

জাডেজা-পত্নীর এই মন্তব্যের পরই পুরো বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ বিসিসিআই-এর কাছে এই গুরুতর অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, অনেকে আবার বলছেন যে ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়ে একজন মন্ত্রীর এমন হস্তক্ষেপ করা ভুল এবং ব্যক্তিগত জীবনের স্বাধীনতা থাকা উচিত। এই মুহূর্তে, টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তাঁর স্ত্রীর এই মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy