আগামী মরসুমের আইপিএল-এর মিনি নিলামের (IPL 2026 mini-auction) আগেই বড় সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (৩৭)। মঙ্গলবার তিনি নিশ্চিত করেছেন যে, তিনি এবার আর আইপিএল-এর নিলামে নিজের নাম তুলছেন না। ম্যাক্সওয়েল একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, তিনি হয়তো আর কোনও মরসুমেই এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে নাও খেলতে পারেন।
আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএল-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে।
ম্যাক্সওয়েলের সোশ্যাল মিডিয়া বার্তা
আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর ম্যাক্সওয়েল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন:
“আইপিএল-এ অনেক অবিস্মরণীয় মরসুমের পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আর নিলামে আমার নাম দেব না। এটা আমার কাছে বড় সিদ্ধান্ত। এই লিগ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
তবে ঠিক কী কারণে এই তারকা অলরাউন্ডার আইপিএল-এর নিলাম থেকে নিজের নাম তুলে নিলেন, তা তিনি স্পষ্ট করেননি।
রাসেল, ডুপ্লেসির পর ম্যাক্সওয়েল
ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন আরও দুজন তারকা আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন:
আন্দ্রে রাসেল (Andre Russell): ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার ইতিমধ্যেই আইপিএল থেকে অবসরের ঘোষণা করেছেন। কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে ছেড়ে দেওয়ার পর তিনি অন্য কোনও দলের হয়ে খেলতে চান না বলেই এই সিদ্ধান্ত নেন।
ফাফ ডু প্লেসি (Faf du Plessis): দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসিও এই বছরের মিনি নিলামে থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন।
তিনজন বড় তারকার এই সিদ্ধান্ত আইপিএল ২০২৬ মরসুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।