রোহিত-কোহলি-জাদেজার অবসরের পর ঘরের মাঠে বিশ্বকাপ! ভারত-শ্রীলঙ্কার যুগ্ম আয়োজনে আসরে বসবে ২০টি দেশ

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উপহার নিয়ে ভারতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের যুগ্ম আয়োজক হলো ভারত ও শ্রীলঙ্কা। যোগ্যতা অর্জন পর্ব শেষে এবার চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। তবে এখনও বিশ্বকাপের সূচি এবং তারিখ ঘোষণা করা হয়নি।

২০২৬ সালের এই টুর্নামেন্টে প্রথমবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইতালিকে। গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া আমেরিকাও খেলবে এবারের বিশ্বকাপে।

কেমন হবে বিশ্বকাপের ফরম্যাট?
গতবারের মতোই ফরম্যাটে খেলা হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গ্রুপ পর্ব: ২০টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা দু’টি দল যাবে সুপার এইট পর্বে।

সুপার এইট: সুপার এইটে যোগ্যতা অর্জনকারী আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে।

সেমিফাইনাল: সেই দুই গ্রুপের সেরা দু’টি দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালে বার্বাডোজে হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই জয়ের পরই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

সরাসরি টিকিট পেল কারা?
আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্ব বা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে টিকিট পেয়েছে:

গত বিশ্বকাপের ফলাফল: চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা-সহ গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা সাত দল হিসাবে সরাসরি টিকিট পেয়েছে—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা।

আইসিসি র‌্যাঙ্কিং: আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড।

যোগ্যতা অর্জন পর্ব: বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে, যাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইতালি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ২০ দল হলো: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy