“যা খুশি বলতে দিন, উনি যা ইচ্ছে বলুন”! আগরকরের মন্তব্যে ক্ষোভ উগরে ফিটনেস নিয়ে পাল্টা জবাব মহম্মদ শামির

রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025) চতুর্থ দিনে অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami) একাই উত্তরাখণ্ডের ইনিংস তছনছ করে দিয়ে বাংলাকে জয়ের স্বপ্ন দেখালেন। বিতর্কিত মন্তব্যের মুখে ফিটনেস নিয়ে ওঠা সমস্ত প্রশ্নকে মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দিলেন তিনি।

উত্তরাখণ্ডের ইনিংসের পতন:

চতুর্থ দিনের শুরুতেই ৮ উইকেট হাতে নিয়ে ৫৫ রানে এগিয়ে শুরু করেছিল উত্তরাখণ্ড। কিন্তু লাঞ্চ বিরতির পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়।

দিনের শুরুতেই পুরনো বলে উইকেট নিয়ে সকলকে তাক লাগিয়ে দেন শামি।

এরপর আকাশ দীপ, ঈশান পোড়েল এবং সুরজ সিন্ধু জয়সওয়াল উইকেট নিয়ে ব্যবধান বাড়তে দেন।

কিন্তু লাঞ্চ বিরতি থেকে ফিরেই অঘটন ঘটান শামি। প্রথম ওভারেই জন্মেজয়কে আউট করে নিজের তৃতীয় এবং দলের নবম উইকেট নেন।

তার পরের বলেই ফের রজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে একাই উত্তরাখণ্ডের ইনিংস ভাঙেন শামি।

সবমিলিয়ে, উত্তরাখণ্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৫ রান করে অলআউট হয়। ফলে বাংলার সামনে জয়ের লক্ষ্য দাঁড়াল ১৫৬ রান। শামি এই ইনিংসে ৪ উইকেট নিয়ে মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে মোট ৭ উইকেট পেলেন।

আগরকরকে শামির পাল্টা জবাব:

গতকাল এক অনুষ্ঠানে অজিত আগরকর কার্যত শামির বর্তমান ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, “শামি ফিট থাকলে ভারতীয় দলে থাকত।” আগরকরের এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়।

তৃতীয় দিনের শেষে সাংবাদিকরা এই বিষয়ে শামির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ক্ষোভের সঙ্গে জবাব দেন, “যা খুশি বলতে দিন। উনি যা ইচ্ছে বলুন। আপনারাও দেখেছেন আমি কীরকম বল করছি। সবই চোখের সামনে।”

এর আগেও আগরকর বলেছিলেন যে তাঁদের কাছে শামির ফিটনেস সংক্রান্ত কোনও আপডেট নেই। সেই প্রসঙ্গে শামি পাল্টা জবাব দিয়েছিলেন, “আপডেট পেতে হলে তো খবর রাখতে হয়। আমি এনসিএতে যাই, প্র্যাকটিস করি, ম্যাচ খেলি। সব আমার দায়িত্ব। ওদের কে আপডেট দেয় আর কে দেয় না, সেটা আমার দেখার বিষয় নয়।”

মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলা শামির এই দুর্দান্ত পারফরম্যান্স জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের পথ সুগম করবে বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy