ভারতের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজ শুরুর ঠিক দু’দিন আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (India vs Australia)। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন (Cameron Green)। তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne)।
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড গ্রিনের চোটকে ‘লো গ্রেড ইনজুরি’ বলে ব্যাখ্যা করেছে। এই সপ্তাহে অনুশীলনের সময় তিনি ‘সাইড সোরনেস’ অনুভব করেন। যদিও চোট গুরুতর নয়, তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। লক্ষ্য রাখা হচ্ছে, আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজকে সামনে রেখে।
দলে কেন লাবুশেন?
গ্রিনের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার নির্বাচকদের পরিকল্পনায় বড় রদবদল আনতে বাধ্য করেছে। গ্রিনের বদলে দলে আসা মার্নাস লাবুশেনের অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। শুরুতে এই সিরিজের দলে তাঁকে রাখা হয়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো ফর্মে আছেন। সবচেয়ে বড় কথা, জাতীয় দলের হয়ে খেলা তাঁর শেষ ওয়ানডে ম্যাচেই অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংস ছিল।
লাবুশেন মিডল অর্ডারে ভারসাম্য আনতে পারেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর কার্যকরী স্পিন বোলিংয়ের ক্ষমতাও দলের শক্তি বাড়াবে।
অস্ট্রেলিয়া দলে একগুচ্ছ পরিবর্তন
ক্যামেরুন গ্রিনকে নিয়ে এই সিরিজে অস্ট্রেলিয়া দলে মোট তিনটি পরিবর্তন ঘটল। এর আগে উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিসও চোটের কারণে ছিটকে যান এবং পারিবারিক কারণে স্পিনার অ্যাডাম জাম্পা প্রথম একদিনের ম্যাচে খেলবেন না। তাঁদের পরিবর্তে দলে এসেছেন জশ ফিলিপে এবং বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেমান।
প্রসঙ্গত, গ্রিন ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়েই চোট নিয়ে শঙ্কায় ছিলেন। নির্বাচকরা শেষ পর্যন্ত শুক্রবার নিশ্চিত করেন যে তিনি ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজে খেলবেন না। ধারণা করা হচ্ছে, তিনি আগামী ২৮ অক্টোবরের পরই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন।
ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচটি আগামী ১৯ অক্টোবর পার্থে অনুষ্ঠিত হবে। টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি মঞ্চ।