ভারতীয় ক্রিকেট টিমে বড়সড় ধাক্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন দলের ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাঁজরে গুরুতর আঘাত নিয়ে রবিবারই তাঁকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চোট গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাঁকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে বাম দিকের পাঁজরে আঘাত লাগে শ্রেয়সের। ড্রেসিং রুমে ফেরার পরই বিসিসিআই মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
ইন্টারনাল ব্লিডিং ও আইসিইউতে স্থানান্তর
হাসপাতালে পরীক্ষায় ধরা পড়ে যে পাঁজরের আঘাতের কারণে শ্রেয়সের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ার পরই পরিস্থিতি গুরুতর মনে করে দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
ভারতীয় ক্রিকেট টিমের এক সূত্র মারফত জানা গিয়েছে, “আগামী দুই থেকে সাতদিন শ্রেয়সকে পর্যবেক্ষণে রাখা হবে। রক্তক্ষরণের জন্য যে ইনফেকশন হয়, তা রোখা দরকার।”
ওই সূত্র আরও জানিয়েছে, টিমের চিকিৎসক ও ফিজিও কোনো ঝুঁকি নিতে চাননি বলেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রটি আশ্বস্ত করে জানিয়েছে, “বর্তমানে অবস্থা স্থিতিশীল কিন্তু এটা প্রাণঘাতীও হতে পারত। ওঁ দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।”
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন শ্রেয়স। তবে এখন মনে করা হচ্ছে, সুস্থ হয়ে বাইশ গজে ফিরতে তাঁর আরও বেশি সময় লাগতে পারে। কতদিন বাদে তিনি পুরোপুরি ফিট হবেন, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।