ব্যাট হাতে প্রথম দুটো ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হলেও, ফিল্ডিংয়ে ফের একবার নিজের ছাপ রাখলেন বিরাট কোহলি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে স্কোয়ার লেগে নেওয়া তাঁর একটি দুরন্ত ক্যাচ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছত্রিশ পেরিয়েও কোহলির যা বডি রিফ্লেক্স, তারই নমুনা ছিল এই ক্যাচ।
কোহলির অবিশ্বাস্য ক্যাচ:
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ৬১ রানের পার্টনারশিপ ভাঙার পর ক্রিজে আসেন ম্যাট শর্ট। ব্যক্তিগত ৩০ রানে ব্যাট করার সময় ওয়াশিংটন সুন্দরের একটি বলে সুইপ শট মারতে গিয়েছিলেন শর্ট। কিন্তু বলটি ব্যাটে লেগে হাওয়ায় উঠে যায় এবং গোলার মতো দ্রুত গতিতে স্কোয়ার লেগে ফিল্ডিং করা বিরাটের শরীরের দিকে ধেয়ে আসে।
প্রাক্তন ভারত অধিনায়ক ক্ষণিকের মধ্যে শরীরের নিয়ন্ত্রণ রেখে সেই দুরন্ত ক্যাচ লুফে নেন। শটটি এতটাই জোরে মারা হয়েছিল যে ক্যাচটি ধরার পর কোহলি নিজেও কিছুটা হতচকিত হয়ে গিয়েছিলেন।
ব্যাট হাতে চাপ, পরামর্শ দিলেন পাঠান:
এই ক্যাচ নজর কাড়লেও, বিরাট কোহলির ব্যাট হাতে ফর্ম নিয়ে উদ্বেগ রয়েছে। প্রথম দুটো ম্যাচে তিনি খাতাই খুলতে পারেননি। সিডনিতে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি রান পাবেন, এটাই আশা রাখছেন বিরাট-প্রেমীরা। তবে নিঃসন্দেহে চাপের মুখে তাঁকে মাঠে নামতে হয়েছে।
এদিকে, ফর্মে ফেরার জন্য কোহলিকে পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। পাঠান বলেছেন, “বিরাট কোহলির ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে স্ট্রাইক অদলবদল করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে হবে। একবার ও যদি এমনটা করা শুরু করে দেয়, তাহলে যে কোনও প্রতিপক্ষের জন্যই ওকে আটকানো কঠিন হবে।”
উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে হেরে ভারত ইতিমধ্যেই সিরিজ় খুইয়েছে। সিডনিতে এই তৃতীয় ম্যাচে পরাজয় এবং হোয়াইটওয়াশ এড়াতে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ার।