আমেদাবাদ টেস্টের প্রথম দিনেই মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিল ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে চা বিরতির আগেই মাত্র ১৬২ রানে গুটিয়ে গেল।
দিনের শুরু থেকেই ভারতীয় পেসারদের সামনে অসহায় দেখাচ্ছিল রস্টন চেজের নেতৃত্বাধীন দলটিকে। লাঞ্চ বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫ উইকেটে ৯০ রান। কিন্তু এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। এছাড়া শেই হোপ ২৬ ও রস্টন চেজ ২৪ রান করেন। তেজনারায়ণ চন্দ্রপাল (০) সহ বেশ কয়েকজন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বুমরাহর নজির, সিরাজের আগুন ঝরা স্পেল
এদিন বল হাতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মহম্মদ সিরাজ। মাত্র ১৪ ওভার বল করে ৪টি মেডেন-সহ ৪০ রান খরচ করে তিনি তুলে নেন ৪টি মূল্যবান উইকেট। তাঁর আগুনে বোলিংয়ে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার।
অন্যদিকে, পেস আক্রমণের নেতা জসপ্রীত বুমরাহ এই ম্যাচে একটি বড়সড় নজির গড়লেন। দেশের মাটিতে টেস্টে নিজের ৫০তম শিকারটি পূর্ণ করলেন তিনি মাত্র ২৪তম ইনিংসে। এই নিরিখে তিনি কিংবদন্তী পেসার জাভাগল শ্রীনাথের সঙ্গে যুগ্ম দ্রুততম ভারতীয় হিসেবে নজির গড়লেন। বুমরাহ ১৪ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।
স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব ৬.১ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট পান। ১টি উইকেট পান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। সবমিলিয়ে, প্রথম সেশনেই ভারতের বোলাররা প্রমাণ করে দিলেন যে ঘরের মাঠে তারা কতটা বিধ্বংসী হতে পারেন।
এই ইনিংসের পর ভারতের উচিত দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করানো, নাকি ধীরে খেলবে? আপনার কী মত? কমেন্ট করুন 👇