থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে (UWSFF World Championship 2025) মাস্টার্স ওয়ান বিভাগে সোনা জিতে কলকাতায় ফিরেছেন বঙ্গতনয়া অদিতি নন্দী। তিনি এক বেসরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত থাকা সত্ত্বেও দৃঢ়প্রতিজ্ঞা এবং কঠোর অনুশীলনের মাধ্যমে এই আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন। ৪০ বছর বয়সেও যেকোনো তরুণীর মতোই শারীরিকভাবে সক্ষম অদিতি তাঁর শক্তি ও দক্ষতার প্রমাণ দিলেন।
দেশকে উৎসর্গ:
প্রথমবার বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জেতার পর অদিতি জানিয়েছেন, “এই পদক শুধু আমার নয়, ভারতের। প্রতিদিন ভোরবেলা ও সন্ধেবেলা যে ঘাম ঝরিয়েছি, যত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে, সবকিছুই এই মুহূর্তের জন্যই ছিল। আমি যখন পোডিয়ামে দাঁড়িয়েছিলাম, জাতীয় পতাকা সবার উপরে উত্তোলন করা হয়েছিল, সেই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল।” তিনি আশা প্রকাশ করেছেন যে এই সাফল্যের মাধ্যমে আরও অনেক মেয়েকে স্ট্রেংথ স্পোর্টসে যোগ দেওয়ার বিষয়ে অনুপ্রাণিত করতে পারবেন।
কোচের উচ্ছ্বাস:
অদিতির কোচ জেসন মার্টিন তাঁর শিষ্যার সাফল্যে গর্বিত। তিনি বলেন, “চরিত্রের সত্যিকারের দৃঢ়তা ঠিক কেমন হয়, তা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে অদিতি। ওর প্রস্তুতি ছিল কঠোর। ও নিজের লক্ষ্যে অটল ছিল এবং সবচেয়ে বড় মঞ্চে চ্যাম্পিয়নের হৃদয় নিয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। সবে শুরু হল। ওর মধ্যে আরও অনেক খেতাব জেতার সম্ভাবনা আছে।”