বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা! একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নতুন মালিক ‘হিটম্যান’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হাফ সেঞ্চুরি করার পথে তিনি একদিনের আন্তর্জাতিক (ODI) ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড স্পর্শ করলেন এবং কিংবদন্তি শাহিদ আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে দিলেন।এই ম্যাচে রোহিত শর্মা মাত্র ৫১ বলে ৩টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ঝোড়ো ৫৭ রানের ইনিংস খেলেন।আফ্রিদির রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’এই ম্যাচে ৩টি ছক্কা হাঁকিয়ে রোহিত একদিনের ক্রিকেটে মোট ৩৫২টি ছক্কা হাঁকিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদির দখলে, যিনি ৩৫১টি ছক্কা মেরেছিলেন।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানরা:খেলোয়াড়মোট ছক্কারোহিত শর্মা (ভারত)৩৫২শাহিদ আফ্রিদি (পাকিস্তান)৩৫১ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)৩৫১সনাৎ জয়সূর্য (শ্রীলঙ্কা)২৭০এমএস ধোনি (ভারত)২২৯কোহলির সেঞ্চুরির আগে ঝড় তুললেন রোহিতটস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান। যশস্বী জয়সওয়াল (১৮) দ্রুত আউট হলেও, এরপর বিরাট কোহলি এবং রোহিত শর্মা জুটি বেঁধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এবং দলের রান দ্রুত গতিতে বাড়াতে থাকেন। রোহিত ৫৭ রানে আউট হওয়ার পর ঋতুরাজ গায়কোয়াড় (৮) এবং ওয়াশিংটন সুন্দর (১৩) দ্রুত উইকেট হারালেও, বিরাট কোহলি শেষ পর্যন্ত সেঞ্চুরি করে দলকে বড় স্কোর এনে দেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy