বিশ্বজয়ী নেতার মুকুটে নয়া পালক! শনিবারই ‘ডক্টরেট’ পাচ্ছেন রোহিত, মাঠের বাইরেও এবার বড় ধামাকা

মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নেওয়াই তাঁর কাজ। তাঁর নেতৃত্বেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে এক বিরল পালক। ভারতীয় ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট (D.Litt.) প্রদান করতে চলেছে অজিঙ্কা ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়।

শনিবার বিশেষ সমাবর্তন

আগামী শনিবার পুণের (বা মুম্বই ক্যাম্পাস) অজিঙ্কা ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিত শর্মা এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ওইদিন ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে তিনি এই সম্মান গ্রহণ করবেন। ক্রিকেটে তাঁর ব্যতিক্রমী অবদান, আদর্শ নেতৃত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করার অনবদ্য দক্ষতার কারণেই তাঁকে এই বিশেষ ‘ডি লিট’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যান্সেলর ড. অজিঙ্কা ডি ওয়াই পাতিল।

আইপিএল ২০২৬-এর আগে বড় মোটিভেশন

মার্চের শেষদিকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। এবারও মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতেই মাঠে নামবেন ৩৮ বছর বয়সি রোহিত। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নেওয়া রোহিত বর্তমানে শুধু ওডিআই ফরম্যাটে খেলছেন। মাঠের বাইরে এই সম্মান তাঁকে ২০২৭-এর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উপস্থিত থাকবেন তারকারা

শনিবারের এই তারকাখচিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকবেন ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী বিদ্যা মালভাদে। এছাড়া মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী পঙ্কজা মুন্ডে-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রোহিত শর্মার এই নয়া ইনিংস নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মাঠের রাজা এবার ‘ডক্টর’ হয়ে সমাজকে কী বার্তা দেন, এখন নজর সেদিকেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy