ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁর বাঁদিকের পাঁজরের নীচের অংশে গুরুতর আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে তাঁকে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে শ্রেয়সের বিপদ কেটেছে। চিকিৎসকদের অনুমান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে এই তারকা ব্যাটারের অন্তত তিনমাস সময় লাগতে পারে। রিকভারির সময়ে তাঁকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে যে, আইয়ারের বাঁদিকের পাঁজরের নীচে আঘাত লেগেছে এবং স্ক্যানে তাঁর প্লীহায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্লীহায় আঘাতের কারণেই তাঁর রক্তক্ষরণ শুরু হয়েছিল, যার জেরে শ্রেয়স ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েন বলে সূত্রের খবর। প্লীহায় আঘাতের কারণে উদ্বেগ ছড়ালেও, দ্রুত চিকিৎসার ফলে তিনি বিপন্মুক্ত।
দীর্ঘ বিশ্রামের প্রয়োজন:
হাসপাতাল থেকে ছাড়া পেলেও তারকা ক্রিকেটারকে খুবই সতর্ক থাকতে হবে। কারণ প্লীহার আঘাত সারতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। এই পুরো সময়টা শ্রেয়সকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ে দেহে আঘাত লাগতে পারে এমন কোনো কাজ বা ভারী ও কষ্টসাধ্য কাজ থেকে তাঁকে দূরে থাকতে হবে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লীহা থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে।
চিকিৎসকরা প্রথমে প্লীহার আঘাত পুরোপুরি সেরেছে কিনা তা নিশ্চিত করবেন। এরপরই তিনি মাঠে নেমে হালকা ট্রেনিংয়ের অনুমতি পাবেন এবং সেখান থেকে ধীরে ধীরে ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন। এই পুরো প্রক্রিয়ায় অন্তত তিনমাস সময় লাগতে পারে। ফলে আগামী ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেয়সের খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আপাতত তিনি সিডনির হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন এবং পুরোপুরি সুস্থ হলে দেশে ফিরবেন।