তিরন্দাজি বিশ্বকাপ ফাইনাল (Archery World Cup Final 2025)-এ ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ভারতের মহিলা কম্পাউন্ড তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম। তিনি নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে দেশকে পদক এনে দিলেন এবং প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড তিরন্দাজ হিসেবে এই টুর্নামেন্টে পদক জয়ের নজির গড়লেন।
এশিয়ান গেমসে সোনা জেতার পর জ্যোতির আত্মবিশ্বাস এবার বিশ্বকাপে কাজে লাগল। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে তিনি বিশ্বের দু’নম্বর গ্রেট ব্রিটেনের (Great Britain) এলা গিবসনকে টেক্কা দেন।
ব্রোঞ্জ পদকের ম্যাচে জ্যোতি অসাধারণ নৈপুণ্য দেখান। তিনি ১৫টি তিরই লক্ষ্যভেদ করে ১০ পয়েন্ট স্কোর করেন, যার ফলে তাঁর মোট স্কোর হয় ১৫০ (পারফেক্ট স্কোর)। অন্যদিকে, এলা গিবসন ১৪৫ স্কোরে আটকে যান। এর ফলে জ্যোতি সুরেখা ভেন্নাম তাঁর প্রথম বিশ্বকাপ ফাইনাল পদক (ব্রোঞ্জ) নিশ্চিত করলেন।
তবে সংবাদে ভুলক্রমে সোনা জয়ের কথা উল্লেখ করা হলেও, এটি ছিল ব্রোঞ্জ পদকের ম্যাচ, যেখানে জয়ী হয়েছেন জ্যোতি।
কোয়ার্টার-ফাইনাল: জ্যোতি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালেক্সিস রুইজকে ১৪৩-১৪০ ফলে পরাজিত করে সেমি-ফাইনালে ওঠেন।
সেমি-ফাইনাল: বিশ্বের এক নম্বর মেক্সিকোর আন্দ্রিয়া বেকেরার কাছে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র দুই পয়েন্টের জন্য হেরে যান। ফল ছিল ১৪৫-১৪৩।
আগের দু’বার বিশ্বকাপ ফাইনালে যোগ্যতা অর্জন করলেও সাফল্য পাননি জ্যোতি। তবে এবার সামান্য ভুলের জন্য ফাইনালে ওঠার সুযোগ হারালেও, ব্রোঞ্জ জয়ের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি দেশবাসীকে দীপাবলির ঠিক আগে এক বড় উপহার দিলেন।