পাঁজর ভেঙেছিল, প্লীহাতেও ছিল আঘাত! দীর্ঘ লড়াই শেষে হুঙ্কার আইয়ারের, ওয়ানডে দলে কি ফিরছেন সহ-অধিনায়ক?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নীল জার্সিতে প্রত্যাবর্তনের পথে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ শ্রেয়স আইয়ার। চোটের কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া ওয়ানডে সিরিজে তাঁর দলে ফেরার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ কড়া রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

শ্রেয়স আইয়ারের কামব্যাক যে স্রেফ সময়ের অপেক্ষা, তার বড় প্রমাণ পাওয়া গেছে তাঁর সাম্প্রতিক ব্যাটিং সেশনে। জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা কোনো অস্বস্তি ছাড়াই নেটে ব্যাটিং করেছেন তিনি। শুধু তাই নয়, জিম ট্রেনিং থেকে শুরু করে ইনটেন্স ওয়ার্কআউট— সবকিছুই পুরোদমে শুরু করে দিয়েছেন এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে পাঁজরের হাড় ভাঙা এবং প্লীহাতে গুরুতর আঘাত পাওয়া শ্রেয়সকে একটা সময় আইসিইউ-তেও থাকতে হয়েছিল। সেই মরণপণ লড়াই জয় করে তিনি এখন সম্পূর্ণ ব্যথামুক্ত এবং ফিট হওয়ার পথে।

বিসিসিআই-এর অন্দরে গুঞ্জন, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণায় বিলম্ব হওয়ার অন্যতম প্রধান কারণ শ্রেয়স আইয়ার নিজেই। নির্বাচকরা এনসিএ-র (NCA) ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আগামী ২ বা ৩ জানুয়ারি যে ওয়ানডে দল ঘোষণা হবে, তাতে সহ-অধিনায়ক হিসেবে শ্রেয়সের নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মূল দলে ফেরার আগে নিজেকে ঝালিয়ে নিতে বিজয় হাজারে ট্রফিতেও দু-একটি ম্যাচ খেলতে পারেন তিনি।

চিকিৎসক এবং ট্রেনাররা শ্রেয়সের অদম্য জেদ এবং দ্রুত রিকভারিতে যথেষ্ট আশাবাদী। আইপিএল নিয়ে একসময় সংশয় তৈরি হলেও, বর্তমান ছবি বলছে অনেক আগেই জাতীয় দলে দেখা যেতে পারে তাঁকে। আগামী ৪ থেকে ৬ দিন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, আর তারপরেই চূড়ান্ত সবুজ সংকেত মিলবে তাঁর প্রত্যাবর্তনের।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy