দুরন্ত কামব্যাক ভারতীয় বোলারদের! একাই ৪ উইকেট নিলেন হর্ষিত রানা, অস্ট্রেলিয়া অলআউট ২৩৬ রানে

সিরিজ হাতছাড়া হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছে ভারতীয় দল। টস হারলেও সিডনিতে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে অস্ট্রেলিয়াকে মাত্র ২৩৬ রানে অলআউট করল টিম ইন্ডিয়া। দলের হয়ে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করলেন হর্ষিত রানা।

টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে মিচেল মার্শ ও ট্রেভিস হেড মিলে ৬১ রানের ভালো শুরু করেন। কিন্তু এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্যাগি গ্রিনরা। অ্যালেক্স ক্যারে ও ম্যাট রেনশ-র ৫৯ রানের একটি পার্টনারশিপ ছাড়া আর কোনও জুটিই সেভাবে বড় স্কোর গড়তে পারেনি। এদিন অজি ব্যাটিং লাইনের বেশিরভাগ ব্যাটারই সেট হয়েও বড় স্কোর করতে ব্যর্থ হন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন ম্যাট রেনশ, এছাড়া অধিনায়ক মিচেল মার্শ করেন ৪১ রান।

এই ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন হর্ষিত রানা। সিডনিতে তিনি তাঁর সমালোচকদের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিয়ে একাই ৪টি উইকেট শিকার করেন। হর্ষিত ছাড়াও এদিন সকল ভারতীয় বোলাররাই উইকেটের মুখ দেখেছে, যা দলের জন্য স্বস্তিদায়ক। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি এবং ৪৬.৪ ওভারে ২৩৬ রানে তাদের ইনিংস শেষ হয়। সিরিজ বাঁচানোর জন্য এখন ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ২৩৭ রান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy