দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের সূচি ২৫ নভেম্বর মুম্বই থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে আইসিসি। তবে তার আগেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে সামনে এল সম্ভাব্য সূচি এবং গ্রুপের সমীকরণ।সূত্রের খবর অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। গ্রুপের এই সমীকরণ দুই দলের জন্যই অপেক্ষাকৃত সহজ পথ তৈরি করেছে।টি২০ বিশ্বকাপ ২০২৫-এ ভারতের সূচি (সম্ভাব্য):তারিখ (ফেব্রুয়ারি)প্রতিপক্ষস্থান৮মার্কিন যুক্তরাষ্ট্র (USA)নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ১২নামিবিয়াদিল্লি১৫পাকিস্তানকলম্বো১৮নেদারল্যান্ডসমুম্বইগ্রুপ সমীকরণ ও সুপার এইটমোট চারটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। ভারত ও পাকিস্তানের গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে পরের রাউন্ড অর্থাৎ সুপার এইটে যাওয়া ভারত ও পাকিস্তানের জন্য তুলনামূলকভাবে সহজ হবে। তবে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারের ঘটনা মাথায় রাখলে তাদের সতর্ক থাকতে হবে।অন্যদিকে, টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে পড়তে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে, যা নিঃসন্দেহে একটি ‘গ্রুপ অব ডেথ’। শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড এবং ওমান।অন্যান্য গ্রুপ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ:ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-এর সঙ্গে একই গ্রুপে রয়েছে নেপাল ও ইতালি।দক্ষিণ আফ্রিকা-কে পরের রাউন্ডে যেতে হলে নিউজিল্যান্ড বা আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে পিছনে ফেলতে হবে। তাদের গ্রুপে আরও রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও কানাডা।সেমিফাইনাল ও ফাইনালটি২০ বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। সুপার এইটের ম্যাচগুলি আমেদাবাদে (২২ ফেব্রুয়ারি), চেন্নাইয়ে (২৬ ফেব্রুয়ারি) এবং কলকাতায় (১ মার্চ) অনুষ্ঠিত হবে।ভারত যদি সেমিফাইনালে পৌঁছায়, তবে তারা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে বলে জানা যাচ্ছে।মুম্বই এবং কলকাতা সেমিফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত হয়েছে।ক্রিকবাজের তথ্য অনুযায়ী, কলম্বোকে একটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে, তবে তা নির্ভর করবে পাকিস্তান কত দূর যেতে পারে তার উপর। পাকিস্তান ফাইনালে না উঠলে তা হবে আমেদাবাদে।
Home
SPORTS
টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়! জেনে নিন ভারতের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপের সমীকরণ
Related Posts
‘অভিষেক নায়ারকে সরিয়ে সেরা লোকটাকেই বাদ দেওয়া হলো!’ ভারতীয় ব্যাটিং কোচের পদ নিয়ে বোমা ফাটালেন সঞ্জু স্যামসনের কোচ
₹২০ বিলিয়ন সম্পত্তির মালিক পুনাওয়ালা! RCB কেনার দৌড়ে কারা? পুনে, আহমেদাবাদ নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে ক্রেতা?
ভারতের লজ্জাজনক হারে আর চুপ থাকলেন না বিরাট কোহলির দাদা! কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্কিত পোস্ট ভাইরাল